Ads
Hindu dormio Gan

গুরু বন্দনা ( Guru Vandana ) – Bangla lyrics

গুরু বন্দনা – Bangla-lyrics:

ভব সাগর তারণ কারণ হে
রবি নন্দন বন্ধন খণ্ডনহে।
শরণাগত কিঙ্কর ভীত মনে
গুরুদেব দয়া কর দীন জনে।।
হিদি কন্দর তামস ভাস্কর হে
তুমি বিষ্ণু প্রজাপতি শঙ্কর হে।
পরব্রহ্ম পরাৎপর বেদ ভনে
গুরুদেব দয়া কর দীন জনে।।

মন বারণ শাসন অঙ্কুশ হে
নর ত্রাণ তরে হরি চাক্ষুষ হে।
গুন গান পরায়ণ দেবগণে
গুরুদেব দয়া কর দীন জনে।।
কুলকুণ্ডলিনী ঘুম ভঞ্জক হে
হিদি গ্রন্থি বিদারণ কারক হে।
মম মানস চঞ্চল রাত্রি দিনে
গুরুদেব দয়া কর দীন জনে।।
রিপুসুদন মঙ্গল নায়ক হে
সু শান্তি বরাভয় দায়ক হে।
ত্রয় তাপ হরে তব নামগুনে
গুরুদেব দয়া কর দীন জনে।।
অভিমান প্রভাব বিমদ্দক হে
গতিহীন জনে তুমি রক্ষক হে।

চিত শঙ্কিত বঞ্চিত ভক্তিধনে
গুরুদেব দয়া কর দীন জনে।।
জয় সদগুরু ইশ্বর প্রাপক হে
ভবরোগ বিকার বিনাশক হে।
মন যেন রহে তব শ্রীচরণে
গুরুদেব দয়া কর দীন জনে।।

See also  Notun Gaane Tomar Agomoni ( নতুন গানে তোমার আগমনী ) Lyrics by Mekhla Dasgupta ||

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button