Minar
জানি রাখতে পারবোনা জানি থাকতে পারবো না লিরিক্স
রঙ পেন্সিল (rong Pencil) by Minar Rahman||bangla lyrics||
শিরোনাম : রঙ পেন্সিলশিল্পী : মিনার রাহমানকথা : ওমর ফারুক
জানি রাখতে পারবোনা;
জানি থাকতে পারবো না,
তোর খুব কাছাকাছি।
তুই ও জানিস, তুই ও বুঝিস
আমার এই ভালোবাসা নয় কানামাছি।
রং পেনসিল তোকে কাটতে পারিনা;
কোনো শার্পনার এ।
রং পেন্সিল তোকে রাঙাতে পারিনা,
মন ক্যানভাসে, যদি তুই ক্ষয়ে যাস।
আকাশটাও বলে আবোল-তাবোল
ঠিক যেন টোরি মতো।
তবুও আমি হারায় নিজেকে
থাকুক অনিশ্চয়তা যতো।
তুই ও জানিস, তুই ও বুঝিস
আমার এই ভালোবাসা নয় কানামাছি।
রং পেনসিল তোকে কাটতে পারিনা,
কোনো শার্পনার এ।
রং পেন্সিল তোকে রাঙাতে পারিনা,
মন ক্যানভাসে,
যদি তুই ক্ষয়ে যাস।
রোদ গুলো ঠিক বোঝে আমাকে
তুই রোদ হলে খোতি কি বল?
ভালোলাগা গুলো নিয়ে সব
মনের ক্যানভাস রাঙাই চল।
তুই ও জানিস, তুই ও বুঝিস
আমার এই ভালোবাসা নয় কানামাছি।
রং পেনসিল তোকে কাটতে পারিনা,
কোনো শার্পনার এ।
রং পেন্সিল তোকে রাঙাতে পারিনা,
মন ক্যানভাসে,
যদি তুই ক্ষয়ে যাস।