Ads
Minar

তুই তো আমার সব লিরিক্স মিনার (tui to amar sob minar lyrics)

প্রিয় পাঠক আপনি যদি অনলাইনে ইতিমধ্যে অনুসন্ধান করে থাকেন তুই তো আমার সব লিরিক্স মিনার (tui to amar sob minar lyrics) পাওয়ার জন্য তবে একদম সঠিক জায়গায় এসেছেন। বিভিন্ন গান, কবিতা ও চন্দের লিরিক (Lyrics) নিয়ে ভরপুর আমাদের ওয়েবসাইট। চলুন তাহলে শুরু করা যাক।

কন্ঠঃ মিনার রহমান
সুরঃ নাজির মাহমুদ
সঙ্গীতায়োজনঃ মুশফিক লিটু

তুই তো আমার সব লিরিক্স মিনার

তোর কাছে যেতে চায় হৃদয় মানেনা বারণ
বৃষ্টির শহরে মেঘলা আমার এই মন
তুই কি আমার মতো ভাবিস আমায়
ভালোবাসা খুঁজে নিস জলের ছোঁয়ায়
তোকে ছাড়া হয়নাতো কোন উৎসব
তুই তো আমার সব তুই তো আমার সব
অভিমানী ভুলগুলো যেন ফুল হয়
একা একা কাটেনাতো বিরহী সময়
তুই কি আমার মতো স্বপ্ন দেখিস
চোখের আকাশ জুড়ে আমায় আঁকিস
তোকে ছাড়া হয়নাতো কোন উৎসব
তুই তো আমার সব তুই তো আমার সব
ভেজা চোখে ঝরে পরে শিশিরের সুর
তোর কথা মনে পরে রাত্রি দুপুর
তুই কি আমার মতো উদাস কবি
লিখে যাস হৃদয়ে কাব্য ছবি
তোকে ছাড়া হয়নাতো কোন উৎসব
তুই তো আমার সব তুই তো আমার সব

tui to amar sob minar lyrics

ধন্যবাদ আপনার এই অনুসন্ধানের জন্য এবং আমাদের ওয়েবসাইটে ভিজিট করার জন্য। আশাকরি আপনার কাঙ্খিত অনুসন্ধান অনুযায়ী আমাদের সাইটে তুই তো আমার সব লিরিক্স মিনার (tui to amar sob minar lyrics) খুঁজে পেতে সক্ষম হয়েছেন। নিত্যনতুন গানের লিরিক্স খুঁজে পেতে আমাদের সাইটে নিয়মিত ভিজিট করুন। 

See also  Durey Hariye lyrics By Miner Rahman||From Batch27 (drama) ||Bangla new Song lyrics ||Banglalyrics580||

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button