Kureghor Band
রাজার রাজ্যে সবাই গোলাম | Rajar rajje shobai golam Lyrics| Kureghor band |Tasrif Khan |
Rajar rajje shobai golam Song By Tasrif Khan:
Lyrics : KM Tanbhir Siddiki
& Tasrif Khan
Vocal & Tune : Tasrif khan
Band : Kureghor band
Rajar rajje shobai golam Lyrics by Kureghor band in bengali :
রাজার রাজ্যে সবাই গোলাম
করতে হবে রাজার সুনাম
নাহয় তোমার কল্লা যাবে।
বিরাট কঠিন শাস্তি পাবে।
এ কেমন রাজ্য বলো
কে খারাপ আর কে বা ভাল!
ভাল মানুষ অন্ধকারে,
অমানুষই আলোর দ্বারে!
এ কেমন হচ্ছে খেলা
চারি দিকে কষ্ট মেলা
কে কোথায় যাচ্ছি ভেসে
থামব কোথায় অবশেষে!?
তুমি ভাল ভাবে বাঁচতে চাবে?
তবে তোমার শাস্তি হবে!
ভাবছ তুমি বিচার চাবে?
এবার বোকা সব হারাবে!
বল্লে কথা, আস্তে বল
কিংবা রাজার কথায় চল
এদিক সেদিক পা বাড়ালে
তবেও তুমি সব হারালে।
ভাবছো কোথায়, কে সে রাজা?
আমরাই রাজা, দিচ্ছি সাজা
অফিস, ব্যবসা, সমাজ চালাই
মানুষ হয়েও মানুষ জ্বালাই
আমরাই সেই মুখোশ মানুষ
ভাল সেজে উড়াই ফানুষ
কই এ-র তেলে কই টা ভেজে
পরের ঘারে চাপাচ্ছি দোষ৷