Ads
Overall

এই ভেজা রাত এই হাওয়া লিরিক্স দেখে নিন

প্রিয় পাঠক আপনি যদি ইতিমধ্যে অনলাইনে এসে অনুসন্ধান করে থাকেন এই ভেজা রাত এই হাওয়া লিরিক্স এর জন্য তবে এই আর্টিকেলের মাধ্যমে দেখে নিন। আমাদের এই সাইটে দারুণ সব লিরিক্স গানে ভরপুর। আপনার পছন্দের গায়ক গায়িকা বা গানের প্রথম লাইন লিখে সার্চ দিলেই মিলে যাবে।

এই ভেজা রাত এই হাওয়া লিরিক্স

এই ভেজা রাত, এই হাওয়া
একটু তোমায় কাছে পাওয়া
চাঁদ ডুবে যায় মেঘে মেঘে
অন্তরে কিছু কিছু চাওয়া

গাছ লাগান পরিবেশ বাঁচান। গাছ প্রকৃতির বন্ধু। 

স্বপ্নের জানালায় উকি দেয় প্রেম
দূর থেকে আরো কাছে যাওয়া ও
এই ভেজা রাত, এই হাওয়া…
একটু তোমায় কাছে পাওয়া
====💝💕💝====

হৃদয়ে সাজাই আমি হাজারো আশা
পড়ে দেখ চোখে সে না বলা ভাষা
হে,হৃদয়ে সাজাই আমি হাজারো আশা

ব্যক্তিগত প্রয়োজনে প্রকৃতির ক্ষতি করবেন না। প্রকৃতি আমাদের আপন বন্ধু।

পড়ে দেখ চোখে সে না বলা ভাষা
স্বর্গ পাওয়া হলো তোমাকে পেয়ে
জোছনার’ই আলো দিয়ে ধুয়া ও
এই ভেজা রাত,এই হাওয়া…
একটু তোমায় কাছে পাওয়া
চাঁদ ডুবে যায় মেঘে মেঘে
অন্তরে কিছু কিছু চাওয়া

See also  Hyena Express ( হায়েনা এক্সপ্রেস ) lyrics || Shonal Bangla Circus ||

আপনি এই পোষ্টে দেখছেন এই ভেজা রাত এই হাওয়া লিরিক্স নিয়ে। পাশাপাশি জনপ্রিয় কিছু গানের লিরিক্সও আমাদের সাইটে খুঁজে পেতে পারেন।

====💝💕💝====
হে,পৃথিবী রঙিন লাগে তোমাকে দেখে

ভালোবাসার রঙে যাই সে ছবি এঁকে
পৃথিবী রঙিন লাগে তোমাকে দেখে

আপনি যদি প্রকৃতির এক গুণ ক্ষতি করেন তবে প্রকৃতি আপনার তিন গুণ ক্ষতি ভবিষ্যতের জন্য ভয়ে আনবে। প্রকৃতিকে তার আপন গতিতে চলতে দিন।

ভালোবাসার রঙে যাই সে ছবি এঁকে
সূর্যের মত তুমি সত্যি অামার
রোদ হয়ে মনে দিলে ছোঁয়া ও.
এই ভেজা রাত, এই হাওয়া…
একটু তোমায় কাছে পাওয়া
চাঁদ ডুবে যায় মেঘে মেঘে
অন্তরে কিছু কিছু চাওয়া
স্বপ্নের জানালায় উকি দেয় প্রেম
দূর থেকে আরো কাছে যাওয়া ও
এই ভেজা রাত, এই হাওয়া
একটু তোমায় কাছে পাওয়া
====💝💕💝====

ধন্যবাদ আপনার অনুসন্ধানের জন্য এবং আমাদের সাইটে ভিজিট করার জন্য। আশাকরি আপনার কাঙ্খিত অনুসন্ধান অনুযায়ী এই ভেজা রাত এই হাওয়া লিরিক্স আমাদের সাইটের মাধ্যমে খুঁজে পেতে সক্ষম হয়েছেন।

See also  Ondho Hoye Jaao (অন্ধ হয়ে যাও) lyrics || Ishan Mitra ||

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button