Ads
Overall

Akakitto ( একাকিত্ব ) lyrics || Slman Sheik ||

Akakitto Song By  Slman Sheik:

Akakitto song is sung by Slman Sheik.Akakitto New Bangla Rap Song lyrics and Music By Slman Sheik.

  • Song : Akakitto 
  • Singer : Slman Sheik 
  • lyric & MUSIC : Salman Sheik

Akakitto Song Lyrics In Bengali :

আমি হাসি খুশি মানটাই কে আজকে এই জায়গায়

নিকোটিনে কেন বাসা বানাইলো এই কলিজায়

আমি ছিলাম নাতো এমন কত সুন্দর ছিলো জীবন

কেন ভাগ্য আমায় লোভ দেখায়া কইরা দিলো এমন..

কেন মরতে মরতে তার  সাথে হইলো আমার দেখা

যে অবহেলা কইরা শেষ করলো ভালো থাকা

যার মায়ায় পইরা আজকে আমার হইছে এমন দশা

আমার ভিতরডা পুরা  বাইরে কত সমস্যা..

আমার ভিতর জুরে থাকে শুধু নেশা আর সে

নেশার দিকে পা বারাইছি  তার অবহেলাতে

তবু সুখে থাক খোদার কাছে করি পার্থনা

তার ভালোবাসার মানুষ যেন তারে ছারেনা….

See also  Mon Posh Manena ( মন পোষ মানেনা ) Lyrics by Tanjib Sarowar

অন্ধকার ঘরটাও আমার সাথে মজা করে…

একটু  সুখের আশা দেখায়া থাইকা থাইকা মারে…

নিকোটিনের ধোয়া গুলোও আজ লাগে বিশাক্ত..

যেটা সয্যই করতাম না আজ তাতেই আশক্ত…

আমার এই একাকিত্ব জলা মোমের মত

যে সবাই কে আলো দেয় ভিতরডা জলন্ত…

মুখে মিথ্যা হাসি বরই ভালোবাসি

নিজের ভালো থাকা শেষ বুকে কত ক্ষত 2

 

আমার একাকিত্বের সময় কাউরে পাশে নাই..

আমার ভালো সময় আসলে সবি মনে থাকবে ভাই…

যখন সময়  খারাপ আসে চামচিকাও লাথি মারে

এই একাকিত্বে মানুষ গুলা চিনছি হারে হারে..

আমি কত কষ্ট কইরা একটু ওঠার চেষ্টা করি

তখন আপন মানুষ গুলাই গলায় পরাই ফাসের দরি…

আস্তে আস্তে হচ্ছে কালো আমার লাল কলিজা 

নিকোটিনের ধোয়ায় জানে আমার কষ্টের কাহিনিটা

আমার অনুভূতি গুলো আর  হয় না তো প্রকাশ 

সবটা জুড়েই থাকে এখন একটা  মস্ত বড় দীর্ঘশ্বাস

আমার অনুভূতি সব জায়গায় 0 রইয়াই গেলো…

আমার ইচ্ছা গুলা এখনো তো পূরুন না আর হইলো..

See also  Should’ve taken the warning lyrics || headline Band ||

আমার আপন জনেই আঘাত দিয়া হয়া গেছে পর…

আমার ভিতরডা জালায়া সে কাটায় সুখের প্রহর….

এই কঠিন দুনিয়াই আমায় কেতো বুঝেনাই.

সিগারেটের ধোয়ায় আমার সব কষ্ট গুলা উরাই

আমার এই একাকিত্ব জলা মোমের মত

যে সবাই কে আলো দেয় ভিতরডা জলন্ত…

মুখে মিথ্যা হাসি বরই ভালোবাসি

নিজের ভালো থাকা শেষ বুকে কত ক্ষত 2

আমি কোথায় গেলে পাবো শান্তি পাইনা তার খোজ

আমার বুকের ভিতর বজ্রপাতের বৃষ্টি নামে রোজ…

এই বৃষ্টি গুলো  এমন কেও তো দেখতেও পায়না

যার ব্যথা সে নিজেই বুঝে অন্য কেও  তো বুঝেনা…

আমার কাহিনী গুলো ছুট্টো করেও যদি আমি বলি…

সবাই বলবে এতো আঘাতেও কেমনে হাসি মুখে চলি..

ভিতর থেকে ভাংলেও আমি বাইরে থেকে হাসি…

আসায় আছি কবে ভাইরে আমি হব পরবাসি…

এই রঙ্গেভরা শহর টা মিথ্যা চারে ভরা 

আর সেই শহরে বেইমানেরা সবার থেকে সেরা…

আমার দেখা সপ্ন গুলা হইলো আমার মতই ব্যর্থ

সবাই ছেড়ে গেছে নিয়ে তাদের ছিলো যত সার্থ

See also  Amar Sadh Na Mitilo Song Lyrics || Marcell ||Shyama Sangeet||Banglalyrics580||

প্রতি রাতে চাপা কান্না ভেজা তুলার বালিশ

বালিশ টাও আমায় প্রশ্ন করে কেন এতো কাদিস…..

তর কান্না শব্দ  তর আমার মাঝেই শুধু থাকে..

এতো কান্না করলেই কি তুই পাবি আর তাকে…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button