Ads
Overall

Amar Sadh Na Mitilo Song Lyrics || Marcell ||Shyama Sangeet||Banglalyrics580||

Title :Amar Sadh Na Mitilo

Band : Marcell

Amar Sadh Na Mitilo Song Lyrics In Bengali :

আমার সাধ না মিটিল
আশা না পুরিলো
সকলি ফুরায়ে যায় মা…
আমার সাধ না মিটিল
আশা না পুরিলো
সকলি ফুরায়ে যায় মা…
জনমের শোধ ডাকি গো মা তোরে…
কোলে তুলে নিতে আয় মা আহ… 
সকলি ফুরায়ে যায় মা…
আমার সাধ না মিটিল
আশা না পুরিলো
সকলি ফুরায়ে যায় মা…

পৃথিবীর কেউ ভালতো বাসে না…
এই পৃথিবী ভালো বাসিতে জানে না…
পৃথিবীর কেউ ভালতো বাসে না আহ…
এই পৃথিবী ভালো বাসিতে জানে না…
যেথায় আছে শুধু ভালো বাসাবাসি…
সেথায় যেতে প্রাণ চায় মা…
সকলি ফুরায়ে যায় মা আহ…
আমার সাধ না মিটিলো
আশা না পুরিলো
সকলি ফুরায়ে যায় মা…

বড় দাগা পেয়ে বাস না তেজেছি
বড় জ্বালা সয়ে কামনা ভুলেছি,
বড় দাগা পেয়ে বাসনা তেজেছি….
বড় জ্বালা সয়ে কামনা ভুলেছি,
অনেক কেঁদেছি কাঁদিতে পারিনা
বুক ফেটে ভেঙ্গে যায় মা আহ….
সকলি ফুরায়ে যায় মা…
আমার সাধ না মিটিল
আশা না পুরিলো
সকলি ফুরায়ে যায় মা…
জনমের শোধ ডাকি গো মা তোরে…
কোলে তুলে নিতে আয় মা আহ…
সকলি ফুরায়ে যায় মা…
আমার সাধ না মিটিল
আশা না পুরিলো
সকলি ফুরায়ে যায় মা…
# সমাপ্ত #
See also  Ami Tomakei Boley Debo Lyrics - Sanjeeb Chaudhury || Bappa Mazumder ||Banglalyrics580||

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button