Ads
Shironamhin Band

Bhalobasha Megh ( ভালবাসা মেঘ ) lyrics || Shironamhin Band ||

Bhalobasha Megh Song By Shironamhin Band:

Bondho Janala” is the third studio album by Shironamhin. Released on April 13 of 2009 , where the band contemplate as a psychedelic rock band and proved successful in mastering the lyrics, as well as incorporate and explore many classical acoustic instruments. The album urged great hits like “Bondho Janala“, “Bhalobasha Megh“, “Bullet Kingba Kobitay“, “Eka“, “Bus Stoppage“, “Bangladesh” etc.

  • শিরোনামঃ ভালবাসা মেঘ
  • কন্ঠঃ তুহীন
  • কথাঃ জিয়া
  • সুরঃ জিয়া
  • ব্যান্ডঃ শিরোনামহীন
  • অ্যালবামঃ বন্ধ জানালা

Bhalobasha Megh Song Lyrics In Bengali:

মেঘ ঝড়ে ঝড়ে বৃষ্টি নামে,

বৃষ্টির নাম জল হয়ে যায়

জল উড়ে উড়ে আকাশের গায়ে

ভালবাসা নিয়ে বৃষ্টি সাজায়

ইচ্ছেগুলো ভবঘুরে হয়ে, চেনা অচেনা হিসেব মেলা

See also  Barud Shomudro ( বারুদ সমুদ্র ) lyrics ||Shironamhin Band||

ভালবাসা তাই ভিজে একাকার

ভেজা মন থাক রোদের আশায়

ইচ্ছে হলে ভালবাসিস, না হয় থাকিস

যেমন থাকে স্নিগ্ধ গাংচিল।

চুপি চুপি রোদ, উঁচু নীচু মেঘ, সারি সারি গাড়ি

দূরে দূরে বাড়ি………

নিভু নিভু আলো,চুপচাপ সব, কনকন শীতে

ছমছম ভয়……

সংলাপ সব পড়ে থাক, বৃষ্টিতে মন ভিজে যাক

ভালবাসা মেঘ হয়ে যাক

ঘূরে ঘূরে যদি, দূরে দূরে তবু, মেঘে মেঘে থাক ভালবাসা

ইচ্ছে হলে ভালবাসিস, না হয় থাকিস

যেমন থাকে স্নিগ্ধ গাংচিল।

মেঘ ঝড়ে ঝড়ে, জল উড়ে উড়ে

ভালবাসা তাই ভেজা মন থাক (২)

ভালবাসা তাই ভিজে একাকার, ভেজা মন থাক রোদের আশায়

ইচ্ছে হলে ভালবাসিস, না হয় থাকিস

যেমন থাকে স্নিগ্ধ গাংচিল।

ঝিরিঝিরি হাওয়া, কৃষ্ণচূড়ায়

লাল লাল ফুলে ছুটে ছুটে চলা,………

আধো আলো ছায়া, গুনগুন গাওয়া

পুরোনো দিনের গল্প বলা……..

সংলাপ সব পড়ে থাক, বৃষ্টিতে মন ভিজে যাক

ভালবাসা মেঘ হয়ে যাক

ঘরে ফেরা পথে, নিরবে নিভৃতে, মেঘে মেঘে থাক ভালবাসা

See also  Shironamhin - Abar Hashimukh ( আবার হাসিমুখ ) lyrics

ইচ্ছে হলে ভালবাসিস, না হয় থাকিস

যেমন থাকে স্নিগ্ধ গাংচিল।

The lineup of “Bondho Janala”:

Ziaur Rahman Zia: Bass

Tanzir Tuhin: Vocals

Kazi Ahmad Shafin: Drums

Tushar: Guitar 

Rajib: Keyboard

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button