Ads
Overall

Boyosh Holo Amar ( বয়স হলো আমার ) Lyrics | Bassbaba Sumon |

Boyosh Holo Amar Lyrics By Bassbaba Sumon:

Boyosh Holo Amar Song Is Sung by And Written by Bassbaba Sumon. Song Mixing and Mastering by Mark Don.

  • Song : Boyos Holo Amar
  • Vocal, Lyrics & Tune : Bassbaba Sumon
  • Music produced by : Mahaan Fahim
  • Guitar : Mahaan Fahim
  • Whistle : Ahnaf Salehin
  • Bass : Bassbaba Sumon
  • Drums : Mark Don
  • Edited by : Zahed
  • Color : Bassbaba Sumon
  • Cinematography : Bakhtiar Hossain
  • Produced by : BB TV
  • Directed by : Bassbaba Sumon

Boyosh Holo Amar Song Lyrics In Bengali :

অনেক গুলো বছর পরে 

ঘরের ছাদ কে আকাশ ভেবে

রংচটা ওই সূর্য দেখে,  

বয়স হলো আমার 

বয়স হলো আমার। 

মাঝরাত্তিরে চাঁদের সাথে 

আকাশকুসুম চিন্তা ভিড়ে 

তেপান্তরে যাবো ভেবে,

বয়স হলো আমার 

বয়স হলো আমার।

হঠাৎ দেখি এই জীবনটা যে 

নতুন গানে মুচকি হাসে,

See also  Holud dupurer gan ( হলুদ দুপুরের গান ) lyrics || Argha Dev ||

মুচকি হাসে, মুচকি হাসে।

অনেকদিনের অন্ধকারে 

স্বপ্ন গুলো হাতড়ে ফিরে,

জোছনায় পথ দেখবো ভেবে, 

বয়স হলো আমার 

বয়স হলো আমার।

অন্ধকারের পাগলামিতে 

নিথর হয়ে পড়ে থেকে

হঠাৎ আলোর ঝলকানিতে,

বয়স হল আমার 

বয়স হল আমার।  

 

হঠাৎ দেখি এই জীবনটা যে 

নতুন গানে মুচকি হাসে,

মুচকি হাসে, মুচকি হাসে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button