Ads
Bangla_Song

Debi (দেবী)|ভালোবাসা’র শুরু হোক এখানেই Lyrics Ft. Adnan Asif|banglalyrics580|


Debi Lyrics By Adnan Asif In Bangla Lyrics :



Song: Debi

Lyrics: Adnan Asif.
Tune : Adnan Asif.
Voice: Adnan Asif.
Music: Amzad Hossain


 
Debi Lyrics By Adnan Asif In Bangla Lyrics :

“এই রাস্তাগুলো লাগে”

বড় অচেনা.
আকাশটার সাথে নেই
জানাশোনা. [x2]
আমি তোর প্রেমেতে অন্ধ
ছিল চোখ কান সব বন্ধ
থেমে গেছে জীবনের
    ” লেনাদেনা “
সেই পুরোনো রাস্তাটাই
আজ একা একা হেটে যায়
হচ্ছেনা হিসাবের
বনিবনা
এখন এমনি করে
   ” ভালো”
কেমনি করে
     “বাসি”
অন্য কোনো পাখিকে
তার চেয়ে ভালো ছিল
       তুই
নিজ হাতে ‘খুন’ করে
যেতি
আমাকে
এই দুপুর রোদের ভিড়ে
একটু ক্ষীদে পেলে
তোর নাম্বার টায়
ফোন তো আর
ঢোকে না
তুইতো জানিস ঠিক
তুই ছাড়া আমার
মুখে  অমৃতটাও
একা রোচেনা
মাঝরাতে তোর
S M S  er Tone
আমার গভীর ঘুমটাকে
আর ভাঙ্গায় না
ব্যস্ত নগরে
আমার বুকের গভীরে
তোর মাথা রাখা মন টাকে
রাঙ্গায় না
এখন এমনি শত
যন্ত্রনা
কেমনি করে বলি
অন্য কোনো সাথীকে
তার চেয়ে ভালো ছিল তুই
নিজ হাতে ‘খুন’ করে
যেতি
আমাকে
কতোনা ভালো হতো তুই
আসতি যদি ফিরে
স্বপ্ন দিয়ে মোরা এই
ভালোবাসার নীড়ে
আজীবন হয়ে রইতাম আমি
তোর “কৃতদাস”
ইহকালটাই করে দিতাম
তোর “জান্নাতে” বসবাস.[x2]
এখন এমনি করে
    ” পূজো “
কেমনি করে দেবো !
অন্য কোনো ” দেবী” কে
তার চেয়ে ভালো ছিল তুই
নিজ হাতে ‘খুন’ করে
যেতি
আমাকে

Credit :  https://lyricsdsong.blogspot.com/

See also  Cholna Sujon ( চলনা সুজন ) - Lyrics | Sajib Rana and Salma | BOKHATE Bangla Short Film ( 2016 )| Bangla new Natok Song lyrics |Banglalyrics580|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button