Dipto Bedonapat (দীপ্ত বেদনাপাত) lyrics || Tabib Mahmud ||
Table of Contents
Dipto Bedonapat Song By Tabib Mahmud :
Bangla New Rap Song Dipto Bedonapat.Dipto Bedonapat Song Lyrics and Vocal By Tabib Mahmud.
★Song : Dipto Bedonapat
★Lyrics, Tune, Vocal & Music : Tabib Mahmud
★Cinematography : Rifat Jahan Shaon
★Directed by Tabib Mahmud.
Dipto Bedonapat Song lyrics By Tabib Mahmud:
তোমাকে দেখেছি স্বপ্নের জাল বুনে
এক কাপ চা হাতে উড়ছে ধোয়া
বর্ষার ঝুম ঝুম বৃষ্টির শেষে ছিলো
হৃদয় কাপানো এক হিমেল হাওয়া ।
রঙধনু কালো চুল; কান খোলা;
ভেবছো কি আমি কবি মনভূলা?
তোমার দুচোখে ছিলো বৈশাখি ঝর
দেখা হলো ঠিক তবে বহুদিন পর।
চোখে চোখ পরে গেলে লজ্জায় ফিরে যাই
জয়ী হতে এসে কেনো বারবার হেরে যাই
খাদহিন অভিমান বিলি করে দিতে চাই
খানিকটা কাছে এসে অনেকটা দূরে যাই।
এক কাপ চা শেষে দুই কাপ শুরু হয়
স্বপ্নের মায়াজাল এইভাবে বুনা হয়
কিছুটা সময় তাই লজ্জাকে ভুলে যাই
আমি ঐ দেহে নয় ভাবনায় ছুয়ে যাই।
< br />
একলা থাকার অভ্যাস তাই
আসিনা কাছে
আমি আজ সবকিছু খুজে নিতে চাই
নিজের মাঝে।
আমার দীপ্ত বেদনাপাত
আমার কান্নায় ভেজা রাত
আমার আবেগী স্বচ্ছ মন
আমার হৃদয়ে বজ্রপাত
আমার ভিজে উঠা চোখজল
আমার হারানো সে মনোবল
আমার নিষ্পাপ মনে কলঙ্কদাগ
অশরীরী কোলাহল।
আমার ছোটো ছোটো শত ভুল
আমার শেকড় ছিন্নমূল
আমার খামখেয়ালীর অবুঝ সময়
ষোলো বছরের ফুল
আমার তপ্ত রোদের ঘাম
আমার ডাকটিকিটের দাম
আমার ক্ষণিক সময় থমকে যাওয়া
নিষ্ঠুর বিশ্রাম ।
আমার কান্নার অতীত স্মৃতি
আমার নিষ্প্রেশনের ভীতি
আমার হঠাৎ করেই নিভে যাওয়া সেই
নিয়ন আলোর বাতী ।
আমার উচ্ছলাছল মন
আমার নিষ্পাপ সেই ক্ষণ
আমি ভুলে যেতে চাই আমার অতীত
মনের নির্যাতন।
তুমিতো সৃষ্টি শ্রেষ্ঠ সৃষ্টি পৃথিবীজুড়ে দীপ্তিমান
কেনো পরাজয় পারোনা মানতে পরাজয় মানে শক্তিমান
যদি হয় ভয় সাহস যোগাও তুমিই তোমার আপন জন
যেজন চিনেনা নিজেকে সেজন ধুকে ধুকে মরে সর্বক্ষণ।
একলা থাকার অভ্যাস
তাইআসিনা কাছে
আমি আজ সবকিছু খুজে নিতে চাই
নিজের মাঝে ।
Dipto Bedonapat video Song: