Ads
Artcell

Dukkha Bilash Lyrics || Artcell || Onushilon ||Banglalyrics580||

Title : Dhukka bilash

Lyrics : LincoIn
Singer : LincoIn
Band : Artcell

Dhukka Bilash in Bengali Lyrics :  

তোমরা কেউ কি দিতে পার প্রেমিকার ভালবাসা
দেবে কি কেউ জীবনের ঊষ্ণতার সয আশা (2বার)
ভালবাসার আগে নিজেকে নিও বাজিয়ে
আমার মনের মত নিও সাজিয়ে
আমি বড় অসহায় অন্য পথে
একটি নাটকই দেখি মহাকালের মঞ্চে

ও আমায় ভালবাসেনি
অসীম এ ভালবাসা ও বোঝেনি
ও আমায় ভালবাসেনি
অতল এ ভালবাসা তলিয়ে দেখে নি

তোমরা কেউ কি করবে আমার জন্য অপেক্ষা
ভালবাসবে শুধুই আমায় করবে প্রতিজ্ঞা (2বার)
ভালবাসার আগে নিজেকে নিও বাজিয়ে
আমার মনের মত নিও সাজিয়ে
আমি বড় অসহায় অন্য পথে
একটি নাটকই দেখি মহাকালের মঞ্চে
ও আমায় ভালবাসেনি
অসীম এ ভালবাসা ও বোঝেনি
ও আমায় ভালবাসেনি
অতল এ ভালবাসা তলিয়ে দেখে নি

See also  Ashirbad ( আশীর্বাদ ) Lyrics || Artcell || Black || Cryptic Fate || Din Bodol || Banglalyrics580 ||

এত ভিড়েও আজও আমি একা
মনে শুধুই যে শূন্যতা
আঁধারে যত ছড়াই আলো
সবই আঁধারে মিলায়
ও যে কোথায় হারালো
ব্যথা কাকে যে শুধাই

হাহাহাহা..

Songwriters: Artcell Dhukka bilash lyrics ©

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button