Ads
Odd Singnature

Durpallar Gari ( দূরপাল্লার গাড়ি ) Lyrics by Moontasir Rakib

Durpallar Gari Lyrics by Moontasir Rakib :

Durpallar Gari Song Is Sung by Moontasir Rakib. The Song Centers On Each Image Seen Through The Bus Window In The Middle Of The Student’s Journey Home From The Dormitory. Durpallar Gari Lyrics Written by Moontasir Rakib.

  • Song : Durpallar Gari
  • Lyrics and Vocals : Moontasir Rakib
  • Guitars : Ektedar Sakin
  • Bass : Tahmid Rayan 

Durpallar Gari Song Lyrics In Bengali :

ঘুড়ি,

সুতাকাটা ঘুড়ি। 

কেহ তবে দেখিয়েছে বড় বাহাদুরি। 

ছোট খাটো মানবের দল পিছু ছুটছে,

কোন বেটা ঘুড়ি কাটা হাতানোর ইচ্ছে। 


পানি,

নদী ভরা পানি।

একি? দেখি কলশি হাতে কত রাণী।

পানিভরা কলসি কোমরে বসাচ্ছে,

এক রাণী বকছে, সব রাণী হাসছে। 

ক্ষণিকন পর, যাত্রাটা স্থির,

মনে হয় ওই দূরে যানজট ভীর,

থেমে থাকা বাধ্য রেলগাড়ি অবাধ্য,

রেল গাড়ি থামানোর নেই মোর সাধ্য। 

See also  Odd Signature - Mondo ( মন্দ ) Lyrics || Bangla Lyrics ||


রেলঘাট পার, দেখা চায়ের টং

সবগুলো দেখে কিছু রমণীর ঢং। 

কেহ দেখি হাসছে, চায়ে কি ডুবাচ্ছে

এক রাণী কলেজের পড়াটা বুঝাচ্ছে।


ব্যাগভরা বই, যাচ্ছি যে বাড়ি

মনে মনে কতশত রঙ বাহাদুরি,

শার্ট এর বাম দিকে রেখেছি টিকেট

যাত্রাটা বড় দূরপাল্লার গাড়ির।।


গাড়ি চলে, ঘন্টা ধরে,

চোখ খুলে দেখি সুর্য হেলে পড়ে,

বেলাশেষে চন্দ্র, করেনি কো অন্ধ,

পথ দেখা সোজা, লাগছে আনন্দ। 


উড়ে, বাদুরেরা উড়ে

গাছের ঢাল ধরে উলটো ঝুলে।

আহা কি নিস্তব্ধ এ কোন শহর

গাছের রাজত্বে নেই কোন বহর৷ 


খুব দ্রুত গাড়ি মোর ছুটছে

ড্রাইভার ঘুমহীন টিকা খেয়ে ভুগছে৷ 

ক্ষনিকর পর, কমে গেলো গতি

এই বুঝি হলো শেষ যাত্রা বিরতি। 


কিছু দুর পর, দেখা যাবে বাড়ি

এই তবে স্মৃতি দূর পাল্লার গাড়ির,

কিছু দুর পর, দেখা যাবে বাড়ি

এই তবে স্মৃতি দূর পাল্লার গাড়ির। 


ব্যাগ ভরা বই, যাচ্ছি যে বাড়ি

মনে মনে কতশত রং বাহাদুরি,

শার্ট এর বাম দিকে রেখেছি টিকেট

See also  Prostab ( প্রস্তাব ) lyrics || Odd Signature ||

যাত্রাটা বড় দূরপাল্লার গাড়ির।।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button