Ads
Rishi panda

Ghum pariye Dao ( ঘুম পাড়িয়ে দাও ) Lyrics || Rishi Panda ||

Ghum Pariye Dao Song By Rishi Panda:

Song: Ghum Pariye Dao

Music, lyrics, Mix – Rishi Panda

ghum pariye dao lyrics in Bengali:

তাকাও তুমি যখন 

অনেক গোপন ইচ্ছেরা 

হাত বাড়ায় 

থামো একটু খানি

আরো অনেকটা সময় চাই 

দেখতে তোমায় 

যত রং আছে আকাশে

একসাথে করে আমি 

তোমার ছবি এঁকে নেবো

মনে জায়গা যতখানি 

তুমি মেঘের আড়ালে 

শুধু আলো হয়ে এলে 

আমি ভাসাতাম না তো স্রোতে 

শুধু তোমাকে না পেলে 

আমি সোজা হয়ে আছি তুমি 

পাশে আছো তাই 

এতো আশা দিলে বলে শুধু

স্বপ্ন সাজাই এই 

কাঁধে রাখো মাথা আর 

হাতে রাখো হাত তোমার 

সেই চেনা আদরে

আমায় ঘুম পাড়িয়ে দাও 

যেদিন আগুন লাগলো এই হাওয়ায়

তাঁর চাওয়ায়

গভীর জলে ডুব দিয়েছি তাই 

খুঁজতে তোমায় 

বন্ধ  দরজা খুলে আমি 
প্রেমে অন্ধ হয়ে গেছি 
সব নতুন গন্ধ নিয়ে 
আজ ছন্দে যে ফিরেছি 
তুমি মেঘের আড়ালে 
শুধু আলো হয়ে এলে 
আমি ভাসাতাম না তো স্রোতে 
শুধু তোমাকে না পেলে 
আমি সোজা হয়ে আছি তুমি 
পাশে আছো তাই 
এতো আশা দিলে বলে শুধু
স্বপ্ন সাজাই এই 
কাঁধে রাখো মাথা আর 
হাতে রাখো হাত তোমার 
সেই চেনা আদরে
আমায় ঘুম পাড়িয়ে দাও
#RishiPanda

See also  tumi khushi to lyrics || Rishi Panda ||

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button