Ads
Folk_Song

Jhamur Jhumur ( ঝামুর ঝুমুর) Lyrics || Madol Folk Band ||

Jhamur Jhumur Song lyrics By Madol Folk Band:

Credits : 

  • Song: Jhamur Jhumur 
  • Lyrics and Composition :  Traditional
  • Singer : Madol / Madol Folk Band (Rita, Titir, Rishika, Trisha, Oindrila & Mousumi)
  • Music Direction : Dr. Tapan Roy
  • Programming & Music Arrangement :  Rocket Mandol
  • Musicians : Bablu Biswas, Soumyajyoti Ghosh, Nilutpal Chakraborty, pranab Banerjee & Rocket Mandol.
  • Recordist : Indranil Das, Rajen Basu.
  • Mixing & Mastering : Gautam Basu.

Jhamur Jhumur Song lyrics By Madol Folk Band:

আমের তলায় ঝামুর ঝুমুর

কলা তলায় বিয়া,

আইলেন গো সুন্দরীর/সুন্দর জামাই

মুটুক মাথায় দিয়া ।।

মুটুকের তলে তলে

চন্দনের ফোঁটা

চল গো সখি সবে মিলে

বরণ করি গিয়া ।।

খাও জামাই বাটার পান

সুন্দরীরে দিমু দান

এতদিন পালিলাম আমরা

যতন করিয়া ।।

মায়ে দিলা একশো টেহা

বাবায় দিলা শাড়ি

See also  Dukker Kopal ( দুঃখের কপাল ) lyrics || BAULA DIPU ||

কইন্যার হাত ধইরা হাঁটায়

যাইতা শ্বশুর বাড়ি ।।

মায়ে কাইন্দন মসিয়ে কাইন্দন

একই চাটিত বইয়া

শ্বশুর বাড়ি যায়েন সুন্দরী

কান্দিয়া কান্দিয়া ।।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button