Ads
Bangla_Song

Jwalchhobi (জলছবি ) Lyrics ||

Jwalchhobi Lyrics by Rupankar And Subhamita :

Jwalchhobi Song is Sung by Rupankar Bagchi And Subhamita Banerjee. Music Composed by Joy Sarkar And Akash Kothay Je Meshe Jolchobi Lyrics In Bengali Written by Arindam Saha. Song Recording, Mixing And Mastering by Goutam Basu from Studio Vibrations.

  • Song : Jwalchhobi
  • Vocals : Rupankar Bagchi & Subhamita Banerjee
  • Music Composition : Joy Sarkar
  • Lyrics : Arindam Saha
  • Programming : Sabuj-Ashish
  • Bass, Guitars, Mandolin : Sanjay Das
  • Acoustic Rhythm : Joy Nandy
  • Video Presentation : Tamal Duary
  • Label : Asha Audio

Jwalchhobi Song Lyrics In Bengali :

আকাশ কোথায় যে মেশে

সে তো কেউ জানে না,

বাতাস কোথায় যে বহে 

সে তো কেউ বোঝে না,

মেঘের কোথায় ঠিকানা 

তা তো কেউ জানে না,

সাগর কোথায় যে শেষে  

হয়তো কেউ বোঝে না,

See also  Bachbo Na Lyrics || Prottoy Khan ||

আমার মনের ঠিকানা

হয়তো কেউ জানে না,

এসো তুমি খুঁজে দেখোনা।।

আমার মনেতে, মনের কোণেতে 

তোমারই জলছবি,

হৃদয় মোহনা, চাঁদের জোছনা

মিষ্টি আজ সবই। 

মনের মুকুরে নীল সে সাগরে   

তুমি জলপরী,

তোমার প্রেমেতে আজ মন হারিয়ে

এখন কি করি?

তোমায় ভালোবেসে আর তো কিছু চাইনা

তুমি ছাড়া মন মানেনা।।

হয়তো কখনো মেঘের মুলুকে

হবে পরিচয়,

তোমার পরশে, প্রেমের বরষে

জীবন মধুময়। 

আকাশ বাতাসে ফুলের সুবাসে   

আজ যে মনোময়, 

সাঁঝের বেলাতে রঙের মেলাতে

আজ যে তুমিময়।  

হুঁ.. তোমার মনেরই মাঝে লুকিয়ে আছি আমি 

খুঁজে নিও আমার ঠিকানা। 

ও.. আকাশ কোথায় যে মেশে 

সে তো কেউ জানে না,

বাতাস কোথায় যে বহে 

সে তো কেউ বোঝে না। 

মেঘের কোথায় ঠিকানা 

তা তো কেউ জানে না,

সাগর কোথায় যে শেষে  

হয়তো কেউ বোঝে না। 

আমার মনের ঠিকানা

হয়তো কেউ জানে না,

এসো তুমি খুঁজে দেখোনা,

এসো তুমি খুঁজে দেখোনা,

এসো তুমি খুঁজে দেখোনা।।

See also  Bhalo Hoiya Ja (ভালো হইয়া যা) Lyrics ||Kamruzzaman Rabbi||

জলছবি লিরিক্স – রূপঙ্কর বাগচী, শুভমিতা ব্যানার্জী :

Akash kothay je meshe

Se toh keu jane na

Batas kothay je bohe

Se toh keu bojhena

Megher kothay je thikana

Taa toh keu jaane na

Sagor kothay je sheshe

Hoyto Keu bojhe na

Amar moner thikana

Hoyto keu janena

Eso tumi khuje dekhona

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button