Ads
FossilsRupam Islam

Kobe lyrics || Fossils ||

Kobe Lyrics by Rupam Islam :


Kobe Song Is Sung by Rupam Islam From Notun Niyom Bengali Album 2017. Kobe Gumot Kanch Gulo Batash Hobe Lyrics Written by Rupam Islam.

Song : Kobe

Album : Notun Niyom

Singer : Rupam Islam

Mixing, Mastering & Vocal recordings : Prasenjit Chakrabutty (Pom)

Kobe Song Lyrics In Bengali :

কবে

গুমোট কাঁচগুলো বাতাস হবে

ঘড়ির কাঁটা বেয়ে, শরীরটুকু চেয়ে

পরীর পরমায়ু

ফুঁয়ে দেবে উড়িয়ে..

শুয়ে

বুনোট ঘরগুলো আকাশ ছুঁয়ে

গ্রিল এর লোহা মুছে

মিল এর ভাষা ভুলে

বেলুন রঙা জীবাণু

ধুয়ে মেলে শুকিয়ে..

নেবে।

উড়ে না যায় ভেজা কাপড়

ঝোড়ো বিকেল ধরপাকড়,

ঘরে আগল কাঁদে আদর

ঝরে বাদল তোর নামে।

থামে

জমা বৃষ্টি হাতে হাতে নামে

যেমন করে জলে

বয়েস ভিজে চলে

আমার ভাঙা দলে

কাকে নেব ফিরিয়ে..

চুপিচুপি চিলেকোঠা

গুটিসুটি ছাদে ওঠা,

See also  Aro Ekbar Cholo Fire Jai ( আরো একবার চলো ফিরে যাই ) Lyrics by Fossils ||Bangla-lyrics ||

নানান বানান মানা ছিঁড়ে

দ্রুতপদে বা ধীরে।

গ্যালো গ্যালো মৃত জীবন

রাসায়নিক নিহিত মন,

হাত ঠ্যাকে ভেজা ভেজায়

যার যাবার সে বেরিয়ে যায়।

গ্যাছে

আর ফিরবে না গাছের কাছে,

ছিল যখন নিচে

মাটির ঘরে মিছে,

এখন ঠোঁটে আগুন

ইচ্ছে নীল পুড়িয়ে..

বুকে

বুলেট ভরে নিয়ে বন্দুকে,

পুরুষ ঘষে ঘষে

মাচায় উঠে বসে

খাঁচার খেলাটাকে

খোলা মাঠেই চুকিয়ে..

নেবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button