Ads
Hindu dormio Gan

Kon Bindute (কোন বিন্দুতে) Lyrics| Mousumi Chatterjee | Tapan Roy | Aaul Gaan |

kon bindute song by Mousumi Chatterjee:

song: kon bindhute
Lyrics and Composition : Haure Gonsai
Singer: Mousumi Chatterjee
Music Direction: Dr. Tapan Roy
Music Arrangement: Nilotpal Chakraborty (Bacchu)
Musicians:Subrata Bose, Suman Das, Subir Roy, Sanat Adhikari, Nilotpal Chakraborty, Kingshuk Bose

kon bindute Song Lyrics :
কোন বিন্দুতে মদন চেতন ,
বলো মহাজন। 
কোন বিন্দুতে মদন চেতন। 
পা নয় সে হাতে হাঁটে
সাত খানি চরণ। 
চড়ে সে গুরুর স্কন্ধে
বেড়ায় সে মহানন্দে
জগৎ মাতলো তারই গন্ধে
রসিক করে অন্বেষণ।  
কোন বিন্দুতে মদন চেতন ,
বলো মহাজন। 
কোন বিন্দুতে মদন চেতন।
কোচবিহারে হাত পা ঘষে
নদীয়াতে করে গমন। 
গুপ্তি পাড়ায় তাম্বুল সেবন
শান্তিপুরে করে শয়ন । 
কোন বিন্দুতে মদন চেতন ,
বলো মহাজন। 
কোন বিন্দুতে মদন চেতন।
আগুনে দিলেও পোড়েনা সে 
বলো সে কোন জন 
এগারো কান তার পঁচিশ মাথা
হাউড়ে কহে এ বচন।  
কোন বিন্দুতে মদন চেতন ,
বলো মহাজন। 
কোন বিন্দুতে মদন চেতন।
See also  Hey Krishna Gopal Hari (হে কৃষ্ণ গোপাল হরি) Lyrics| Vishakha Devi Dasi | Krishna Bhajan |

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Check Also
Close
Back to top button