Ads
Bangla_Rap_song

KOTHA DAO Lyrics || কথা দাও ||Mcc-e Mac & Gk Kibria || Bangla Rap Song 2020 ||

KOTHA DAO Song By  Mcc-e Mac X Gk Kibria:

  • Title – Kotha Dao 
  • Artist – Mcc-e Mac & Gk Kibria
  • Recording,Mixing & Mastering – Mac Production (Mcc-e Mac) 
  • D.O.P – Abdullah , Matheon 
  • Video – Clown Production (Matheon)
  • Design – Abdullah 

Kotha Dao Song Lyrics In Bengali:

কথা দাও

কথা দাও

কথা দাও

আমাকে তুমি

কথা দাও

কথা দাও

ছেড়ে আর

যাবে না

কথা দাও

রবে আমার

শরীরে.. ক্ষতরে

বিক্ষত যতরে

কথা দাও

যাবে না চলে

কেনো যে আমি

একাকী

রয়ে যাই

অবহেলায়

কি মায়াতে জড়ালে আমায় তুমি

বুঝি নিতো আমি আগে

কি মায়াতে জড়ালে আমায় তুমি

কি জ্বালাতে পুড়েছি প্রতি রাতে

আমার ই তো শরীরে

তোমার দেওয়া সেই ক্ষতরে

তুমি থাকো তোমার মতরে

এই অহংকারী শরীরে

See also  Dui jon ( দুই জন ) Lyrics || C-let feat. SQ ||

আমি চাই তোমার হাসি

আমার চেয়ে চটইএ PUBG টা তোমার বেশি

তোমার just friend এর হাসি

ভালোবেসে বারো মাস ই

জীবন টা ছিলো দেখো তোমার হাতে

আর Hang out সব আমি বাদে

আমার মা কাদে কেনো আজ আমায় দেখে

বন্ধু রা দেখে কেনো শুধু হাসে হাসে

রক্ত তে মিশে গিয়ে তুমি কই?

ভাংচুর হয়ে গেলো তুমি কই?

যন্ত্রণা ভুলে থাকা আমি নই

এই খেলা শেষ আজ তুমি জয়ী

কথা দাও

কথা দাও

ছেড়ে আর

যাবে না

কথা দাও

রবে আমার

শরীরে.. ক্ষতরে

বিক্ষত যতরে

কথা দাও

যাবে না চলে

কেনো যে আমি

একাকী

রয়ে যাই

অবহেলায়

আমি নেই

তুমি নেই

স্মৃতি গুলো পরে থাকে

আমি নেই

তুমি নেই

স্মৃতি গুলো পরে থাকে

কেনো যে স্বভাবে

আগলে ধরে আমায় রাখে

কেনো যে স্বভাবে

আগলে ধরে বেচে রাখে

KOTHA DAO – Mcc-e Mac | Gk Kibria |Prod.Haq & Sheikh (Official Music Video):

See also  Fokir Lal Miah - Freestyle 2020 Lyrics ||Banglalyrics580||

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button