Folk_Song
Mon majhe jeno tar dak ( মন মাঝে যেন কার ডাক শুনা যায় ) lyrics || Monmohon Dutto ||
Table of Contents
Mon majhe jeno tar dak sona Jay Song By Monmohon Dutto:
< p>
- Song: Mon majhe jeno tar dak sona jay
- Lyrics: Monmohon Dutto
Mon majhe jeno tar dak
sona jay Song Lyrics in Bengali:
মন মাঝে যেন কার ডাক শুনা যায়।
কে যেন আমারে অতি সাধ করে,
হাত দু’খানা ধরে কাছে টেনে নিতে চায়।
ঈঙ্গিতে সঙ্কেতে পলকে পলকে,
কোথা যেতে নারি পাছে থেকে ডাকে,
শুনে সেই তান চমকে উঠে প্রাণ,
বলে কথা মান ফিরে ফিরে আয়।
অবহেলা করি দৌড়াইয়া যাই,
চৌদিকে নেহারি নাহি কিছু পাই,
ফিরে এসে কাছে,
দেখি হৃদিমাঝে দাড়াইয়া আছে আমার অপেক্ষায়।
হেন প্রাণ বন্ধু হৃদয়ের স্বামী,
কাছে রেখে আমি দূরে দূরে ভ্রমি,
করি কত দোষ,নাহি করে রোষ,
সুজন পুরুষ মাখা মমতায়।
আমি হলে তারি সে হতো আমারি,
নিলে তারি মর্ম কাটত কর্ম ডুরি,
কেন কি কারণ নিলে না তার মন,
বৃথা মনোমোহন নামটি ধরায়।