Ads
Overall

Mukti ( মুক্তি ) Lyrics || Unmaad ||Sanket Sarkar||Banglalyrics580 ||

  • VOCAL – Sanket Sarkar
  • GUITAR -Arun Dasgupta
  • BASS GUITAR- Debacharya Sengupta
  • DRUMS – Susovan Saha
  • KEYBOARD – Sayandip Roy
  • Recorded by – Susovan Saha
  • Mix and Master – D.S. Studio
  • Cinematography- Sankha Bhattacharjee

Mukti Song Lyrics By Sanket Sarkar In Bengali :

শহরে নেমে আসে ক্লান্তি

চোখে নেই ঘুম আছে অশান্তি

ফুটপাত বলে অল্প হলেও শান্তি চাই

কত মেঘ যাই, সরে সরে

রঙ বদলাই এই শহরে

সাদা কলো আমার শহর

রঙ্গিন হয়ে যাই

 

কোন রঙে রাঙালে বন্ধু

আমার শহরকে

কোন রঙে কাঁদালে বন্ধু

আমার সুজনকে।

 

মুক্তি পাওয়া ব্রিজের তলাই

তোমার কাটা হাত

মুক্ত আমি মুক্ত তুমি

তবু কাঁদছে শহর

অন্ধকারে ঘরের কোণে

মায়ের চোখে জল

এমন মুক্তি চাই না আমি

 

শোন শুয়োরের বাচ্চা..

 

কোন রঙে রাঙালে বন্ধু

আমার শহরকে

কোন রঙে কাঁদালে বন্ধু

আমার সুজনকে।

 

আয় দেখি ভুলিয়ে দিতে তুমি

শহরের সেই যন্ত্রণা

পারবে কি মিটিয়ে দিতে তুমি

See also  Brishti Bishad ( বৃষ্টি বিষাদ ) lyrics || Kaal Band ||

শত মানুষের সব ব্যাথা

পারবে কি রাঙ্গিয়ে দিতে তুমি

আমার শহর শান্তির রঙ্গে

রক্তের দাগ মুছে দিবে বল

ফুটপাতের সব কোণে

 

 

কোন রঙে রাঙালে বন্ধু

আমার শহরকে

কোন রঙে কাঁদালে বন্ধু

আমার সুজনকে।

 

চাই না আর মিথ্যা আশা

মিথ্যের পৃথিবীতে

যেখানে শত মানুষ বাঁচে

ভয় আর আতঙ্কে

 

কোন রঙে রাঙালে বন্ধু

আমার শহরকে

কোন রঙে কাঁদালে বন্ধু

আমার সুজনকে।

 

BAND MEMBERS:

 

  • Sanket Sarkar
  • Susovan Saha
  • Anis Chakraborty

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button