Ads
Overall

Nil Dhoa ( নীল ধোঁয়া ) Lyrics || Border band||

Nil Dhoa Song by Border Band:



Song: Nil Dhoa

Band: Border
Nil Dhoa Song Lyrics In Bengali:
নীল ধোঁয়া উড়ে যায়, সাদা দেয়ালের গায়
কার ছায়া ভেসে যায় আধারে..
সাদা মেঘ উড়ে যায়, নীল আকাশের পানে চেয়ে
আমি ভাবতে পারিনি তোমাকে।
জোছনা মিশে যায়, আঁধারের ইশারায়
প্রার্থনা খুজে যায় আলোকে
স্বপ্নেরা মুছে যায়, পরাজয়ের গান গেয়ে
আমি ভাবতে পারিনি তোমাকে।
সময় ছুটে চলে, আমি ভাবতে পারিনি তোমাকে
স্মৃতির বুকে কান্না নিয়ে, সপ্ন দেখে যায় নীরবে।
হারানো সে ক্ষণ গুলো জানি ফিরে আসে বারেবার
সাদাকালো আর নীলের মাঝে মিশে থাকে হাহাকার
সইতে পারেনা মেঘ তাই বৃষ্টি হয়ে ঝড়ে
মেঘেদের কান্নাতে নীলাকাশের পানে চেয়ে
আমি ভাবতে পারিনি তোমাকে।
সময় ছুটে চলে, আমি ভাবতে পারিনি তোমাকে
স্মৃতির বুকে কান্না নিয়ে সপ্ন দেখে যায় নীরবে

নীল ধোঁয়া লিরিক্স – বর্ডার :
nil dhoa ure jay, shada deyaler gay
kar chaya bhese jay adhare
shada megh ure jay, nil akhaser pane ceye
ami vabte pari ni tomake.
jochona mishe jay, adharer esharay
prarthona kujhe jay aloke
shopnera muche jay, porajoyer gaan geye
ami vabte parini tomake
sritir buke kanna niye shopno dekhe jay nirobe..
See also  Megher Bhela ( মেঘের ভেলা ) lyrics || shitom Ahmed ||

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Check Also
Close
Back to top button