Ads
Oboyob

O ganga tumi ( ও গঙ্গা তুমি ) lyrics || Oboyob Band ||

Ganga song cover by Onoyob Band:

Giving tribute to Bhupen Hazarika, Oboyob performs “Ganga (গঙ্গা)” – a rendition of His beautiful song “Bistirno Dupare…”

Recorded live from the Mojo Studio Purple show of ColoursFM 101.6 radio on 9th2z September, 2017.

O ganga lyrics In English front:

Bistirno Duparer oshonkho manusher

hahakar shuneo nishobde nirobe

o ganga tumi ganga boicho kano ||

noitikotae stholon dekheo

manobotaar poton dekheo

nirlojjo olosh bhabe boicho kano

shohosro boroshar unmadonaar

montro diye lokkho jonere

shobol shongrami aar ogro gaami

gore tolona kano ||

gyaan bihin nirokhorer

khaiddo bihin nagorik er

netribihonotaae mouno kaano

shohosro boroshar unmadonaar

montro diye lokkho jonere

shobol shongrami aar ogro gaami

gore tolona kano ||

Byekti jodi byekti kendrik

Shomoshti jodi byektitto-rohit

See also  Nogor O Nagorik ( নগর ও নাগরিক ) lyrics || Oboyob Band ||

Tobey shithil somaj ke

bhangona keno

Shohosro boroshar, unmadonaar

Montro diye lokkho jonere

Shabal shongrami aar agrogami

Korey tolona keno..

Shrotosshini, keno nahi baou

Tumi nishchoi, jahnobi naou

Tahole prerona dao na keno

Unmotto dhorar, kurukhetre

Sorosojja ke, alingon kora

Lakkho koti bharotbashi ke

jagale na keno

Bistirno duparer oshonkho manusher

Hahakar shuneo, nishobde nirobe

O..Ganga tumi, Ganga boicho keno

Bistirno duparer oshonkho manusher

Hahakar shuneo…nishobde nirobe..

O.Ganga tumi…O.Ganga boicho keno..

 

Ganga Song lyrics In Bengali:

বিস্তীর্ণ দুপারের, অসংখ্য মানুষের-

হাহাকার শুনেও,

নিঃশব্দে নীরবে- ও গঙ্গা তুমি-

গঙ্গা বইছ কেন?

বিস্তীর্ণ দুপারের, অসংখ্য মানুষের-

হাহাকার শুনেও,

নিঃশব্দে নীরবে- ও গঙ্গা তুমি-

গঙ্গা বইছ কেন?

বিস্তীর্ণ দুপারের, অসংখ্য মানুষের-

হাহাকার শুনেও,

নিঃশব্দে নীরবে- ও গঙ্গা তুমি-

গঙ্গা বইছ কেন?

নৈতিকতার স্খলন দেখেও –

মানবতার পতন দেখেও-

নির্লজ্জ অলস ভাবে বইছ কেন?

সহস্র বরষার-

উন্মাদনার-

মন্ত্র দিয়ে- লক্ষজনেরে-

সবল সংগ্রামী, আর অগ্রগামী

See also  Otopor Bastobota ( অতঃপর বাস্তবতা ) lyrics || Oboyob Band ||

করে তোলো না কেন?

বিস্তীর্ণ দুপারের, অসংখ্য মানুষের-

হাহাকার শুনেও,

নিঃশব্দে নীরবে- ও গঙ্গা তুমি-

গঙ্গা বইছ কেন?

জ্ঞানবিহীন নিরক্ষরের-

খাদ্যবিহীন নাগরিকের

নেতৃবিহীনতায় মৌন কেন?

সহস্র বরষার-

উন্মাদনার-

মন্ত্র দিয়ে- লক্ষজনেরে-

সবল সংগ্রামী, আর অগ্রগামী

করে তোলো না কেন?

বিস্তীর্ণ দুপারের, অসংখ্য মানুষের-

হাহাকার শুনেও,

নিঃশব্দে নীরবে- ও গঙ্গা তুমি-

গঙ্গা বইছ কেন?

বিস্তীর্ণ দুপারের, অসংখ্য মানুষের-

হাহাকার শুনেও,

নিঃশব্দে নীরবে- ও গঙ্গা তুমি-

গঙ্গা বইছ কেন?

বিস্তীর্ণ দুপারের, অসংখ্য মানুষের-

হাহাকার শুনেও,

নিঃশব্দে নীরবে- ও গঙ্গা তুমি-

গঙ্গা বইছ কেন?

ব্যক্তি যদি ব্যক্তিকেন্দ্রিক,

সমষ্টি যদি, ব্যক্তিত্বরহিত,

তবে শিথিল সমাজকে ভাঙো না কেন?

সহস্র বরষার-

উন্মাদনার-

মন্ত্র দিয়ে- লক্ষজনেরে-

সবল সংগ্রামী, আর অগ্রগামী

করে তোলো না কেন?

বিস্তীর্ণ দুপারের, অসংখ্য মানুষের-

হাহাকার শুনেও,

নিঃশব্দে নীরবে- ও গঙ্গা তুমি-

গঙ্গা বইছ কেন?

স্রোতস্বিনী কেন নাহি বও?

তুমি নিশ্চয়ই জাহ্নবী নও

তাহলে, প্রেরণা দাও না কেন?

উন্মত্ত ধরার-

কুরুক্ষেত্রের-

শরশয্যাকে আলিঙ্গন করা-

See also  Shadhinota ( স্বাধীনতা ) lyrics || Oboyob Band ||

লক্ষকোটি ভারতবাসীকে, জাগালে না কেন?

বিস্তীর্ণ দুপারের, অসংখ্য মানুষের-

হাহাকার শুনেও,

নিঃশব্দে নীরবে- ও গঙ্গা তুমি-

গঙ্গা বইছ কেন?

বিস্তীর্ণ দুপারের, অসংখ্য মানুষের-

হাহাকার শুনেও,

নিঃশব্দে নীরবে- ও গঙ্গা তুমি-

গঙ্গা বইছ কেন?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button