Ads
Hindu dormio Gan

O Radhe Tomay Bare Bare (ও রাধে) lyrics || Sucharita Saha Das ||

O Radhe Tomay Bare Bare Lyrics by Sucharita Saha Das :

O Radhe Tomay Bare Bare Bengali Devotional Song Is Sung by Sucharita Saha Das. O Radhe Tomay Bare Bare  Lyrics In Bengali Written by Krishnendu Bhowmik.

  • Song : O Radhe Tomay Bare Bare
  • Singer : Sucharita Saha Das
  • Lyrics : Krishnendu Bhowmik
  • Tune : Susmita
  • Music Arranger : Shyamji
  • Video : Debu
  • Music Label : RS Music

O Radhe Tomay Bare Bare Song Lyrics In Bengali :

ও রাধে, ও রাধে

ও রাধে, ও রাধে

রাধে তোমায় বারে বারে করছি যে মানা,

রাধে তোমায় বারে বারে করছি যে মানা,

যমুনাতে জল আনিতে একলা যেও না ;

ও রাধে, ও রাধে

ও রাধে, ও রাধে।।

কৃষ্ণে ভালোবেসে তোমার হল যে বদনাম

কৃষ্ণে ভালোবেসে তোমার হল যে বদনাম

ভালোবাসার জন্য পেলে কলঙ্কিনী নাম,

See also  Radha Tumi Sobetei Achho(রাধা তুমি সবেতেই আছ) Lyrics || Rahul dutta ||

ও রাধে, ও রাধে

ও রাধে, ও রাধে।

যার বাঁশিতে যমুনার জল

উজান বয়ে যায়,

যার বাঁশিতে যমুনার জল

উজান বয়ে যায়,

ডাকলে বাঁশি রাধা রাধা

ঘরে থাকা দায়,

ও রাধে, ও রাধে

ও রাধে, ও রাধে।।

কালার বাঁশি তোমার হাসি

কাইড়া ফেরে হায়,

কালার বাঁশি তোমার হাসি

কাইড়া ফেরে হায়,

আনমনা মন উতলা হয়

গেলে যমুনায়,

ও রাধে, ও রাধে

ও রাধে, ও রাধে।

ইচ্ছে কোরে কাঁদিয়ে তোমায়

করে যে ছারখার,

ইচ্ছে কোরে কাঁদিয়ে তোমায়

করে যে ছারখার,

তোমার মত কে বলে আর কৃষ্ণ আমার,

ও রাধে, ও রাধে

ও রাধে, ও রাধে।।

কৃষ্ণ ধনে ধনী তুমি

তিনি তোমার প্রান,

কৃষ্ণ ধনে ধনী তুমি

তিনি তোমার প্রান,

তাইতো নগর বাঁশি গায় তোমার জয়গান

ও রাধে, ও রাধে

ও রাধে, ও রাধে।

তোমার পথের পথিক পদ্মা

জয়দেব মীরাবাঈ,

তোমার পথের পথিক পদ্মা

জয়দেব মীরাবাঈ,

রজকিনী চন্ডীদাস আর গৌরাঙ্গ গোঁসাই,

See also  Radha ( রাধা ) Reply Version Lyrics || Debolinaa Nandy ||

ও রাধে, ও রাধে

ও রাধে, ও রাধে।।

রাধার মত কৃষ্ণ ধনে

ধনী যদি হও,

রাধার মত কৃষ্ণ ধনে

ধনী যদি হও,

জনম তোমার হবে ধন্য

কৃষ্ণেন্দু তাই কয়,

ও রাধে, ও রাধে

ও রাধে, ও রাধে।

রাধে রাধে বলো রাধে রাধে 

রাধে রাধে রাধে বলো রাধে রাধে রাধে

রাধে রাধে রাধে বলো রাধে রাধে রাধে। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button