Ads
MinarTahsan

Obichar (অবিচার) lyrics || Minar || Tahsan ||

Obichar Song By Minar & Tahsan:

Obichar lyrics, Obichar Mp3, Obichar Video song, Obichar Lyrics Minar, Obichar lyrics Tahsan, Obichar Minar & Tahsan lyrics,
Obichar lyrics Tahsan & Minar

Obichar Song Is Sung By Minar & Tahsan From Ahare Album Bengali album.onek Hoyeche Obichar song Lyrics in Bengali written by Minar Rahman.

  • Song : Obichar (অবিচার)
  • Singer : Minar & Tahsan
  • Lyric & Tune : Minar Rahman
  • Music Arrangement : Pavel Areen
  • Album : Ahare
  • Language : Bangla
  • Label : Agniveena

Obichar Lyrics In Bengali:

অনেক হয়েছে অবিচার

অনেক সোয়েছি ব্যাথা

অনেক দেখেছি মায়ের কান্না

আর দেখবো না

অনেক কবিতা মিছিলে

অনেক ধূলোয় ধূসরে

অনেক স্বপ্নের ভাঙা আর্তনাদ

আর সইবো না

চলো এগিয়ে যাই

হাতটা বাড়াই

এসো আবার আর একটিবার যুদ্ধ করি।

চলো এগিয়ে যাই

হাতটা বাড়াই

এসো আবার আর একটিবার যুদ্ধ করি।

চলো এগিয়ে যাই

See also  তুমি আঁকছ কেন সেই রঙ্গিন ছবি লিরিক্স (tumi akco keno shey rongin cobi lyrics)

হাতটা বাড়াই

এসো আবার আর একটিবার যুদ্ধ করি।

চলো এগিয়ে যাই

হাতটা বাড়াই

এসো আবার আর একটিবার যুদ্ধ করি।

এসো আবার আর একটিবার যুদ্ধ করি।

এসো আবার আর একটিবার যুদ্ধ করি।

হারিয়ে যাবে কি বায়ান্ন

হারিয়ে যাবে কি একাত্তর

হারিয়ে যাওয়া অন্ধের চিৎকার

জানি শুনবো না

হয়তো বদলে যাবে পৃথিবী

হয়তো বদলে যাবে মানুষ

কথা দিলাম আমরা তোমাদের

তবু ভুলবো না

চলো এগিয়ে যাই

হাতটা বাড়াই

এসো আবার আর একটিবার যুদ্ধ করি।

চলো এগিয়ে যাই

হাতটা বাড়াই

এসো আবার আর একটিবার যুদ্ধ করি।

চলো এগিয়ে যাই

হাতটা বাড়াই

এসো আবার আর একটিবার যুদ্ধ করি।

চলো এগিয়ে যাই

হাতটা বাড়াই

এসো আবার আর একটিবার যুদ্ধ করি।

এসো আবার আর একটিবার যুদ্ধ করি।

এসো আবার আর একটিবার যুদ্ধ করি।

Obichar – Minar & Tahsan video Song:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button