Ads
Overall

Obosonno ( অবসন্ন ) lyrics || Surojit Chatterjee ||

Obosonno Song By Surojit Chatterjee:
  

song: obosonno ( অবসন্ন ) 
Vocal: Surojit Chatterjee
Lyrics: Surojit Chatterjee 
Obosonno Song Lyrics In Bengali:

নিঃশব্দ ভোর বেলায়
দুঃস্বপ্নের বিস্ফোরণ
ঠোঁটে বিষের জ্বালা
তবু উড়ছে অলস মন
শ্যাওলা সরু গলি
আগুন আর ছায়ার
আস্তানায়
বৃষ্টির অনেক দেরি
এখন মেঘের গর্জন
আমি কিচ্ছু জানিনা
অজানা কক্ষ পথ ধরে
মনে হয় ভুলবোই তোকে
একলা অবসরে
এই ঘুমের ঘোরে চলা
ঘুম ভাঙ্গলেই সবাই
চেয়ে নিষ্পলক
তবু কিসের আশায়
সারাদিন গলে পড়ে
মিছি মিছি এই খেলা
দিন দুপুর
অবেলা
স্বপ্নেরা হেলাফেলা
বাঁধে রোজ
তোমরা অনেক ভালো আছো
বারবার মরে আবার বাঁচো
আমি জল গভীর জলে
এ কিসের খোঁজ
পাখির ছানার সাথে
বৃষ্টির জল ভিজে
ঝড় আসবে মনে হয়
ক্লান্ত অন্ধকার নিজে
ভাঙছে মেঘের হৃদয়
যাচ্ছে সব নিরাপদ
আস্তানায়
আমি এইখানেই থাকি
শরীর অবসন্ন যে
See also  Tomar Naamer Gaan lyrics - Zakir

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button