Ads
Arman_alifBangla_Song

Ondhokar lyrics by amran alif ||banglalyrics580||

Song : Ondhokar
Singer : Arman Alif
Lyrics : Ahmed Risvy
Tune : Avi Akash
Music : Musfiq Litu
Direction : Abul Hussain Mahmud
Dop:Forhad Hussain
Production : Visualized 

Ondhokar Lyrics In Bengali :

তোর এক কথাতেই জীবন জুড়ে,
নামলো অন্ধকার।
বুকের ভেতর এখন আমার
শুধুই হাহাকার।
তোর ভালোবাসার মিথ্যে আশা,
ঝরলো চোখে জল,
হৃদয়হীনা তোর মনে কি
ছিলোই শুধু ছল।
আমার আকাশ কালো করে
তুই বাঁধলি সুখের ঘর।
অন্য মানুষ করলি আপন
আমায় করলি পর।
তোর এক কথাতেই জীবন জুড়ে,
নামলো অন্ধকার।
বুকের ভেতর এখন আমার
শুধুই হাহাকার।
বকুল ফুলের মালা গেঁথে
তুই পরায় দিতি হাতে।
বোলতি আমার সারাজীবন
থাকবে আমার সাথে।
কত চিঠি লিখতি আমায়
তুই বলতি কত কথা,
একদিনও না দেখলে আমায়
পাইতি মনে ব্যথা।
আমি এখন কেমন আছি
তুই রাখিস না খবর,
নিজের হাতেই দিলিরে তুই
প্রেমেরই কবর।
আমার আকাশ কালো করে
তুই বাঁধলি সুখের ঘর।
অন্য মানুষ করলি আপন
আমায় করলি পর।
তোর এক কথাতেই জীবন জুড়ে,
নামলো অন্ধকার।
বুকের ভেতর এখন আমার
শুধুই হাহাকার।
পড়ার ঘরের জানলা খুলে
তুই থাকতি আমার আশায়,
একটু যদি সময় যেত
জল আসতো চোখের পাতায়।
জ্যোৎস্না রাতে কাটতো প্রহর
তোর কোলে মাথা রেখে,
সময়গুলো ফুরিয়ে যেত
আকাশের তারা দেখে।
আমার মনের ফুলদানীতে
শুধুই কাঁটার বাস,
আমি নাকি আমার চোখের জল
বল তুই কোনটা চাস ?
আমার আকাশ কালো করে
তুই বাঁধলি সুখের ঘর।
অন্য মানুষ করলি আপন
আমায় করলি পর।
তোর এক কথাতেই জীবন জুড়ে,
নামলো অন্ধকার।
বুকের ভেতর এখন আমার
শুধুই হাহাকার।
][ সমাপ্ত ][
Tag
See also  Takla ( টাকলা ) Lyrics By Sarowar Kainat Chowdhury & G.M Ashraf |"Stadium" Natok Song|Mishu Sabbir, Ziaul Hoque Polash, Sanjana Sarkar Riya, Marzuk Russell & Chashi Alam|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button