Roman Sacrifice
Otopor ( অতঃপর ) lyrics || Roman Sacrifice ||
Table of Contents
Otopor Song By Roman Sacrifice:
- Song- Otopor
- Vocals- Naeem Akbar Akash
- Guitars- Sarker Osanna Khaled & Anik Istiaque
- Bass- Tahsin Ahmed Chowdhury
- Drums- Zahid Parvez
Otopor Song Lyrics in Bengali:
বল কেন তোমায় ছাড়া আমি ভীত
হৃদয় ছাড়া তোমায় ছাড়া অশান্ত
পৃথিবী আজ এত সহজে ছাড়ে না
আমার হৃদয় যে আর মানে না
বুকে চেপে রেখেছি আমি, সকল ভাল লাগার কথাখানি
ভালবাসার টানে আমি এগিয়ে, অভিমানে আমি আজ পিছিয়ে।
নিশাচর তোর মন, অবোধ তোর বেদনা, থেমে নেই কেও আজ, এইখানে,
তোর কারনে আর কেও যে থামবে না
একটু আশা দাও আমাকে এগতে চাই, তোমারি তোমারই দিকে।
ভেঙ্গে পরি আমি তোমায় মনে রেখে, ক্রোধ যে আমায় পেয়ে বসেছে, পেয়ে বসেছে।
কেন নিজের জর কমানো? রয়ে যা, তকে শুখি রাখবো
অভিমান দেবতা, অভিমান খোদা, অভিমান সবই আজ তোর,
আমই সব তোর।