Phishphash Juuge ( ফিসফাস যুগে ) lyrics || Rupam Islam ||
Table of Contents
Phishphash Juuge song by Rupam Islam:
Song: Phishphash Juuge
Lyrics, Composition, Music Direction and Vocals: Rupam Islam
Music Production, Instrumentation & Vocals: Shibasish Banerjee
Recording, Mixing, and Mastering: Prasenjit ‘Pom’ Chakrabutty
Music Video:
Concept: Rupam Islam
Implementation & Direction: Antaroop Chakraborty
Rupam Islam’s Footage: Rupsha Dasgupta
Phishphash Juuge song lyrics In Bengali:
এই ফিসফাস যুগে
সব বিশ্বাস নাচার
ভালো লাগছে না আর
ওহ….ওহ…ওহ
এই ফিসফাস যুগে
সব বিশ্বাস নাচার
ভালো লাগছে না আর
আজকে পিঠে
ঠেকল দেওয়াল
তবু ঝড় ঠ্যাকাচ্ছে মানুষ
এ ক্রান্তিকাল
আনত চিবুক
কঠিন চোয়াল
তীক্ষ্ণ সওয়াল
ছুড়ে দিক যত
মনভাঙা দিনকাল
ছাড়ছে না হাল
ক্রুদ্ধ খেয়াল
যুদ্ধ শপথে উদ্বুদ্ধ
ধার তরোয়াল
অবরুদ্ধ জীবন
বেসুর বেতাল
তবু হাসে
বিশুদ্ধ ভরসায়
ফরসা সকাল
আহা হা….
ডাকছে সকাল
জীবনের মর্মোদ্ধারে
ঠিক যেভাবে
সে পারে
হো হো হোও…
ডাকছে সকাল
জীবনের মর্মোদ্ধারে
ঠিক যেভাবে
সে পারে
নিমেষে বাতিল
হুকুম তামিল
দেখি সংকল্প আমায়
কতদূর নিয়ে যেতে পারে
এযাত্রা শেষ
হিসেব নিকেশ
যদি মরবার আগে একবার
বাঁচা যেতে পারে
মরণ ডাঙায়
জীবন কামড়
দেখি প্রত্যয় আমাদের
কতদূর নিয়ে যেতে পারে
মেনে নেওয়া নিয়ম
মানা যাচ্ছে না
আর
ভালো লাগছে না
ছাড়..
মেনে নেওয়া নিয়ম
মানা যাচ্ছে না
আর
ভালো লাগছে না
ছাড়..
ঘর্ষণ আবার
বারুদ শলাকার
আগুন জ্বালাতেই হবে
নিকষ অন্ধকারে
স্বাধীন ভাবার
খাবার দাবার
যোগানের গান গাই
বাঁচবার
অধিকারে…..
এই প্রেরণায়
উত্তেজনায়
আগে বাগে ভেবে রাখা
সব পথ
হারিয়ে যেতে পারে
তবুও অটল
মানুষের দল
পাবে প্রাঞ্জল
মুক্তির
শতদল
শেষ চিৎকারে
এক অনিমেষ
মৃত্যুর দেশ
তবু মরবার আগে
শেষবার
বাঁচা যেতে পারে
মরণ ডানায়
জীবন নাচন
দেখি সংকল্প
আমায় কত দূর নিয়ে যেতে পারে