Ads
Tahsan

Priyo Oshukh lyrics – Tahsan

Priyo Oshukh Song By Tahsan:

Song : Priyo Oshukh

Singer : Tahsan 

Lyrics : Tushar Hasan 

Tune : Shawon Gaanwala & Iqbal Asif Jewel

Music Direction : Iqbal Asif Jewel

Priyo Oshukh Song Lyrics In Bengali:

আনমনে রাতে নিজুত তারায়..

অদেখা এক মুখ একে যায়..

আনমনে রাতে নিজুত তারায়..

অদেখা এক মুখ একে যায়..

একা আছি তবু নিঃসঙ্গ নই

চোঁখ বুজে তার সাথে কথা হয়,

কত কাল ধরে যেনো পরিচয়

ভাবতেই ভালোবাসি…

এইতো বেশ আছি, না দেখেও কাছাকাছি

এভাবেই জীবন চলুক, সে আমার প্রিয় অসুখ..

হলে হবো একঘরে, তার সাথে অন্তরে

অন্তর কথা বলুক, সে আমার প্রিয় অসুখ…

হয়তো এই শহরে, কতদিন আর কত রাত..

বুঝতে পারিনি, পাশ কেটে গিয়েছি তাই

ঘুরেছি একি রোদে ঘোর বরষায়,

ভিজেছি আলাদা হয়ে চেনা রাস্তায়,

See also  Prem Tumi ( প্রেম তুমি ) lyrics - Tahsan

ঘুরেছি একি রোদে ঘোর বরষায়,

ভিজেছি আলাদা হয়ে চেনা রাস্তায়,

কবে হবে তার সাথে জানা শুনা?

মনে চলে সুখ সুখ দোটানা,

আশেপাশে খুঁজি তার আনাগোনা,

ভাবতেই ভালোবাসি….

এইতো বেশ আছি, না দেখেও কাছাকাছি,

এভাবে জীবন চলুক, সে আমার প্রিয় অসুখ….

হলে হবো একঘরে, তার সাথে অন্তরে,

অন্তর কথা বলুক, সে আমার প্রিয় অসুখ…

আনমনে রাতে নিজুত তারায়..

অদেখা এক মুখ একে যায়..

আনমনে রাতে নিজুত তারায়..

অদেখা এক মুখ একে যায়..

একা আছি তবু নিঃসঙ্গ নই

চোঁখ বুজে তার সাথে কথা হয়,

কত কাল ধরে যেনো পরিচয়

ভাবতেই ভালোবাসি…..

এইতো বেশ আছি, না দেখেও কাছাকাছি

এভাবেই জীবন চলুক, সে আমার প্রিয় অসুখ..

নাগরিক ক্লান্তিতে, সাদা মাটা শান্তিতে,

তার কাছে মন পড়ে থাকুক, সে আমার প্রিয় অসুখ….

এইতো বেশ আছি, না দেখেও কাছাকাছি

এভাবেই জীবন চলুক, সে আমার প্রিয় অসুখ..

হলে হবো একঘরে, তার সাথে অন্তরে,

See also  Megher Pore( মেঘের পরে ) lyrics - Tahsan

অন্তর কথা বলুক, সে আমার প্রিয় অসুখ…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button