Ads
Overall

Prohor ( প্রহর ) lyrics || Old Dhaka Diaries Band ||

Prohor Song By Old Dhaka Diaries:

Prohor is the first single by Old Dhaka Diaries, an indie band based in Dhaka, Bangladesh. The song is from their upcoming EP, Prologue.

  • Song: Prohor
  • Lyrics and Tune: Sadi Shahnewaz
  • Audio recording and mixing : Taawkir Tajammul
  • Composition: Sadi Shahnewaz, Moshiur Rahman Topu and Syed Ahnaf Sadeed
  • Lyric Video: Saad Mahmud

Old Dhaka Diaries – Prohor Lyrics In Bengali:

সময়ের টানে অচেনা এই শহর,

অচেনা এই প্রহর

বেওয়ারিশ আমি ।

হয়তো আমি বিবেক বেচেছি,

হয়ে গিয়েছি

মেরুদণ্ডহীন প্রাণী

প্রহর কত কেটে যায়, আমি থাকি অন্য সময়ে

ফিরে আসতে চাই ।

আটকে রাখে আমাকে কিছুটা পিছুটান, কিছুটা ব্যস্ততা

কি বা দিন, কি বা এখন রাত

সবই যে অজুহাত

মিথ্যেবাদী

জানোই তো, বিবেক বেচেছি

হয়ে গিয়েছি

মেরুদণ্ডহীন প্রাণী ।

See also  Dube Dekh Dekhi Mon ( ডুবে দেখ দেখি মন কীরূপ ) Lyrics || The Folk Diaryz || Lalon Fokir ||Banglalyrics580||

প্রহর কত কেটে যায়, আমি থাকি অন্য সময়ে

ফিরে আসতে চাই

আটকে রাখে আমাকে কিছুটা পিছুটান, কিছুটা ব্যস্ততা

শহর কেন অচেনা?

আমি ফিরে আসতে চাই,

আসতে পারি না

আটকে রাখে আমাকে

কিছুটা পিছুটান, কিছুটা ব্যস্ততা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button