Joler Gaan
salute ( স্যালুট ) Lyrics || Joler Gaan – জলের গান || Rahul Ananda ||
Salute Song By Rahul Ananda:
Song: salute
Lyrics & Tune: Rahul Ananda
Vocal: Rahul Ananda
Band: Joler Gaan
Salute Song Lyrics by joler gaan In Bengali :
হ্যালো ডাক্তার
ও পুলিশ ভাই
হ্যালো নার্স আপা
হ্যালো সৈনিক ভাই !
হ্যালো সাংবাদিক,
ডেলিভারি ম্যান;
হ্যালো ব্যাংকারস,
ঘরে বসে থাকা সবাই !
তোমাদের স্যালুট জানাই…
তোমাদের স্যালুট জানাই…
নিজের জীবন বাজি রেখে-
এগিয়েছো মানবসেবায়।
তোমাদের তুলনা আর কেউ নয় !
তোমাদের তুলনা – তোমরাই, তাই –
তোমাদের স্যালুট জানাই…
তোমাদের স্যালুট জানাই…
তোমাদের দিকে তাকিয়ে আছে –
বাংলা মায়ের মুখ ।
তোমাদের সাহসে আশায় বুক বাঁধে –
ষোল কোটি লোক ।।
অসুখে কাতর বিপন্ন মুখ হাসে –
তোমাদের ভালোবাসায়, তাই-
মাথা নত করে আমরা সবাই –
তোমাদের শ্রদ্ধা জানাই ।।
তোমাদের স্যালুট জানাই…
তোমাদের স্যালুট জানাই…
জানি আঁধার কেটে গেলে,
আসবে নতুন ভোর,
খুলবে সব বন্ধ জানালা,
খুলবে সব দোর!
জানি আঁধার কেটে গেলে,
পৃথিবী উঠবে হেসে!
তোমরা সবাই ফিরবে ঘরে,
ভুবন জয়ীর বেশে…
স্যালুট!!
][ সমাপ্ত ][