Overall
Shunnota ( শূন্যতা ) lyrics || Moruvumi Band ||
Table of Contents
Shunnota song By Moruvumi Band:
Audio Credits:
- Produced by Moruvumi | মরুভূমি
- Lyrics, Tune & Composition: Moruvumi | মরুভূমি
- Audio Recording Studio: Shohortolir Guha
- Mix & Master: Sunny Shohortoli
Moruvumi Band Members:
- Md. Shafikul Alam Saif (Vocal) সাইফ
- Nazmul Hasan Sarker Plabon (Keyboard) qপ্লাবন
- Imran Hossain Shanto (Drums) শান্ত
- Md. Shahidul Alam Sujan (Guitar 1) সুজন
- Md. Mahbubur Rahman Mamnun (Guitar 2) মামনুন
- Nur-a Alam Ovi (Bass) অভি
- Rabbikul Islam Sojib (Band Manager)
Shunnota song lyrics In Bengali:
শূন্যতার ভেতরে আমি খুঁজি আমার হারিয়ে যাওয়া সময়কে
স্মৃতি ছাড়া নেই কিছু আমার হয়তো সবই পেরেছ ভুলতে তুমি
তবে কেন পারিনি ভুলতে আমি ।।
ওহো আকাশের ওপারে আকাশে যেখানে স্বপ্ন হাসে
সেখানে আমি থাকি দাঁড়িয়ে ।।
আজ আমি একা
তবু নেই তোমার দেখা
তোমারই আশায় বসে
তবু জানি তুমি
আসবেনা ফিরে জীবনে
তোমারই আশায় বসে !
রাত প্রহর শেষে
শূন্য এ মন শূন্য ঘরে
হারিয়ে যাই স্মৃতির ভিরে
একাকী ভোরে ঘুম ভাঙ্গা চোখে
খুঁজে যাই তোমাকে ।।
তবে কেন পারিনি ভুলতে আমি
আজও কেন পারিনি ভুলতে আমি ।