Shyam Onge Rai ( আছে শ্যাম অঙ্গে রাই অঙ্গ হেলিয়ালো ) lyrics ||
Table of Contents
Shyam Onge Rai Song By Aritra Dasgupta:
রাই আর শ্যামের মিলন মানে আলো আর আঁধারির এক নিটোল ছবি। দু’য়ে মিলে একে অপরের পরিপূরক – কেউ বাঁশির সুরে, আবার কেউ হাসির আলোয়। Watch “Shyam Onge Rai” by Aritra Dasgupta.
Song Credits :
Song Name : Shyam Onge Rai
Lyrics and Composition : Parvathy Das Baul
Singer : Aritra Dasgupta
Re-arrangement, Mixing and Mastering : Amit – Ishan
Shyam Onge Rai song lyrics In Bengali:
ও কী রূপ দেখে নয়ন মুদিয়ালো
আছে শ্যাম অঙ্গে রাই অঙ্গ হেলিয়ালো
শ্যাম অঙ্গে রাই অঙ্গ হেলিয়া,
আছে শ্যাম অঙ্গে রাই অঙ্গ হেলিয়া লো
শ্যাম অঙ্গে রাই অঙ্গ হেলিয়া,
ও কী রূপ দেখি নয়ন মুদিয়ালো ..
আছে শ্যাম অঙ্গে রাই অঙ্গ হেলিয়ালো
শ্যাম অঙ্গে রাই অঙ্গ হেলিয়া।।
ওই কানা বাঁশি করে গান
আর রাধা রাধা বলে নাম,
ওই কানা বাঁশি করে গান
আর রাধা রাধা বলে নাম,
রাধা বলে কী বা নাম,
রাধা বলে কী বা নাম,
কে গাহে অন্তরে গো ..
আছে শ্যাম অঙ্গে রাই অঙ্গ হেলিয়ালো
শ্যাম অঙ্গে রাই অঙ্গ হেলিয়া ||
ওই শ্যামের হাতে মোহন বাঁশি
আর রাধার মাথায় বিনোদ-বেণী,
ওই শ্যামের হাতে মোহন বাঁশি
আর রাধার মাথায় বিনোদ-বেণী,
দেখিয়া রাই নয়নখানি
দেখিয়া রাই নয়নখানি,
কী হলো আজ কানুর গো..
আছে শ্যাম অঙ্গে রাই অঙ্গ হেলিয়ালো
শ্যাম অঙ্গে রাই অঙ্গ হেলিয়া।।
এই একই ভাব বৃন্দাবনে
দেখি নাই ভাই ত্রিভুবনে,
এ একই ভাব বৃন্দাবনে
দেখি নাই ভাই ত্রিভুবনে,
হংস কহে সদানন্দের,
চরণ রেখো মাথে গো..
আছে শ্যাম অঙ্গে রাই অঙ্গ হেলিয়ালো
শ্যাম অঙ্গে রাই অঙ্গ হেলিয়া,
আছে শ্যাম অঙ্গে রাই অঙ্গ হেলিয়ালো
শ্যাম অঙ্গে রাই অঙ্গ হেলিয়া,
ও কী রূপ দেখে নয়ন মুদিয়ালো ..
আছে শ্যাম অঙ্গে রাই অঙ্গ হেলিয়ালো
শ্যাম অঙ্গে রাই অঙ্গ হেলিয়া
আছে শ্যাম অঙ্গে রাই অঙ্গ হেলিয়ালো
শ্যাম অঙ্গে রাই অঙ্গ হেলিয়া।।