Ads
Overall

Sokhi Tora Prem Korio Na ( পিরিত ভালানা ) lyrics || Sha Abdul Karim ||

Sokhi Tora Prem Korio Na Song By Animes Roy:

Sokhi Tora Prem Korio Na song is sung by Animes Roy.Sokhi Tora Prem Korio Na song lyrics in Bengali written by Sha Abdul Karim.

Song: Sokhi Tora Prem Korio Na ( পিরিত ভালানা )

Singer: Animes Roy (অনিমেষ রায়)

Lyric & Tune : Sha Abdul Karim (শাহ্ আব্দুল করিম)

Dubki : Noyon Roy (নয়ন রায়)

Sokhi Tora Prem Korio Na song lyrics in Bengali:

সখীতোরা প্রেম করিয়ো না

পিরিত ভালা না,

সখীতোরা প্রেম করিয়ো না। – [ ২ বার ] 

প্রেম করছে যে জন জানে সে জন

পিরিতের কি বেদনা। 

প্রেম করছে যে জন জানে সে জন

পিরিতের কি বেদনা। 

প্রেম করছে যে জন জানে সে জন

পিরিতের কি বেদনা। 

সখী তোরা প্রেম করিয়ো না

See also  Alote Alote Dhaka ( আলোতে আলোতে ঢাকা ) Lyrics || Anupam Roy||Konttho ( কন্ঠ ) ||

পিরিত ভালা না,

সখী তোরা প্রেম করিয়ো না।

প্রেম করে ভাসলো সাগরে

অনেকে পাইলো না কুল,

জগত জুড়ে বাজে শুনি

পিরিতের কলঙ্কের ঢোল। – [ ২ বার ] 

দিতে গিয়ে প্রেমের মাশুল

মান কুলমান রইলোনা। 

দিতে গিয়ে প্রেমের মাশুল

মান কুলমান রইলোনা। 

ও দিতে গিয়ে প্রেমের মাশুল

মান কুলমান রইলোনা। 

সখী তোরা প্রেম করিয়ো না

পিরিত ভালা না,

সখী তোরা প্রেম করিয়ো না। 

পিরিত পিরিত সবাই বলে

পিরিতি সামান্য নয়,

কলঙ্ক অলঙ্কার করে

দুঃখের বোঝা বইতে হয়। – [ ২ বার ] 

কাম হইতে হয় প্রেমের উদয়

প্রেম হইলে কাম থাকেনা। 

কাম হইতে হয় প্রেমের উদয়

প্রেম হইলে কাম থাকেনা। 

ও কাম হইতে হয় প্রেমের উদয়

প্রেম হইলে কাম থাকেনা। 

সখী তোরা প্রেম করিয়ো না

পিরিত ভালা না,

সখী তোরা প্রেম করিয়ো না।। 

প্রেমিকের প্রেম পরশে

 হয় শুদ্ধ প্রেমের উদয়, 

প্রেমিক যে জন সেই মহাজন

না থাকে না লজ্জা ভয়। – [ ২ বার ]

See also  স্মৃতিদাহ (Smritidaho) lyrics || Apekkhik Band ||

বাউল আব্দুল করিমে কয়

ও প্রেমিকে বোঝেনা,

বাউল আব্দুল করিমে কয়

ও প্রেমিকে বোঝেনা,

বাউল আব্দুল করিমে কয়

ও প্রেমিকে বোঝেনা। 

সখী তোরা প্রেম করিয়ো না

পিরিত ভালো না,

সখীতোরা প্রেম করিয়ো না। – [ ২ বার ] 

প্রেম করছে যে জন জানে সেই জন

পিরিতের কি বেদনা। 

প্রেম করছে যে জন জানে সেই জন

পিরিতের কি বেদনা। 

প্রেম করছে যে জন জানে সেই জন

পিরিতের কি বেদনা।

….সমাপ্ত….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button