Ads
Raihan rahee

Title: 101 ( টাইটেলঃ ১০১) Lyrics ||Raihan rahee||

প্রিয় পাঠক আপনি যদি অনলাইনে ইতিমধ্যে অনুসন্ধান করে থাকেন Title: 101 ( টাইটেলঃ ১০১) Lyrics ||Raihan rahee|| পাওয়ার জন্য তবে একদম সঠিক জায়গায় এসেছেন। বিভিন্ন গান, কবিতা ও চন্দের লিরিক (Lyrics) নিয়ে ভরপুর আমাদের ওয়েবসাইট। চলুন তাহলে শুরু করা যাক।

Title: 101 Song By Raihan Rahee:

Song: title-101
Artist: Raihan rahee
Lyrics: Raihan rahee

Title: 101 Song Lyrics In Bengali:

আমায় ভুলে যাওয়া সহজ নয়
যেমন সহজ নয় বিশ্বযুদ্ধের দায় মাথায় নিয়ে বৃষ্টিস্নাত ন্যুরেমবার্গে এক কাপ চা
কিংবা জটিল সংখ্যার মেটামরফোসিস সাহিত্যিক বাস্তবতা

আমাকে ছাড়া সবই-
চুলায় ভাত রেখে ছয়ঘন্টার তরতাজা ঘুম
কিভাবে চলে যায় শুক্র হতে শনি রবি সোম

মঙ্গলে নামে বন্যা বুধে আর্কটিক চর
বৃহস্পতির বুকে থমকে দাঁড়ায় দ্য গ্রেট রেড স্পট
আমাকে ভুলে যাওয়া সহজ নয়

যত বেশি তুমি ভুলে যাবে তত মনে হবে- মনে হয়,
এসব নিত্যনতুন অনুষ্ঠানে জোরে গেয়ে ওঠা পরিচিত গানে
আমি আছি কিন্তু মূলত থাকা প্রয়োজন নয়

See also  Intelligent Design lyrics || Raihan Rahee ||

আমায় ভুলে যেতে পুরো জীবনও যথেষ্ট সময় নয়
যত ভুলে যাবে তত মনে পড়ে যাবো, ভুলে যাওয়া সোজা নয়
আমার ফটোকপি করা শিট

আমার বাসের লাস্ট সিট
আমার স্ক্র্যাচ পড়ে যাওয়া চশমার কাচ
সায়ানোফাইটিক ইট

আমার চিনি বেশি দেয়া চা
আমার ফোনে যান্ত্রিক মা
আমার পকেট বাঁচানো ডিম ভাজা ভাত
মুখে হাসি বুকে ঘা

আমার অমনোযোগী ক্লাসরুম
আমার মগজে নষ্ট ধুম
আমার বাহিরে বুদ্ধ ভিতরে হিটলার
লাশের মোড়কে ঘুম

আমার প্রেমে ডুবে থাকা নারী
আমার বুমেরাং আহাজারি
আমার ফেলে আসা তাজা কাজলের চোখ

কবিতার মহামারী
আমার বর্ষার ভাঙা ছাতা
আমার পেইজ শেষ হওয়া খাতা

আমার সিজিপিএ লোভে রাতজাগা পড়া
শিমুলের ঝরা পাতা
আমার সাধুর আসরে গান
আমার জোড়াতালি দেয়া প্রাণ

আমার রাজপথে ভাঙা স্লোগানের স্বর
মিছিলের অভিযান
আমার কলমের কালি শেষ
আমার স্বজাতি আমার দেশ
আমার বুদ্ধিজীবীতার ভাঙা রেকর্ডার

অস্থির জম্পেশ
আমার পিংক ফ্লয়েডের সলো
আমার মেঘদলও খুব ভালো

আমার আর্টসেল ব্ল্যাক শিরোনামহীন
সব হাসিমুখে ছিলো
আমার ধূলাবালি জমা বই
আমার বন্ধুরা সব কই
আমার ভাল্লাগেনা এই মিথ্যে শহর
রাতের আড়ালে রই।।

See also  Atlanta lyrics || আটলান্টা || Raihan Rahee ||

ধন্যবাদ আপনার এই অনুসন্ধানের জন্য এবং আমাদের ওয়েবসাইটে ভিজিট করার জন্য। আশাকরি আপনার কাঙ্খিত অনুসন্ধান অনুযায়ী আমাদের সাইটে Title: 101 ( টাইটেলঃ ১০১) Lyrics ||Raihan rahee|| খুঁজে পেতে সক্ষম হয়েছেন। নিত্যনতুন গানের লিরিক্স খুঁজে পেতে আমাদের সাইটে নিয়মিত ভিজিট করুন। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button