Shohortoli Band
Upochaya (উপছায়া) lyrics || Shohortoli Band ||
Table of Contents
Upochaya (উপছায়া) song by Shohortoli Band :
“Upochaya (উপছায়া) is the third song of the third album “Ekhon, Ekhane…,” which backdrop has developed on racism and this song is telling the story of a girl who is the victim of racism.”
- Song: Upochaya
- Band: Shohortoli
- Lyrics: Tapan Mahmud
- Tune: Mishu Khan
- Song Title: Upochaya
- Album: Ekhon Ekhane…
- Sound Studio: DockYard
- Music Produced by Setu Chowdhury
- Actress: Ruhani Salsabil Labonno
- Story & Direction: Mufejul Islam
- Dop: Mano brata basak
- Dop assistant: JBB Shanto diya dish
- Assistant director: monjur murshed mukul
- Edit & color: kolpolook team
- Production: kolpolook
- Production Supervision: Khandakar Shahadat Hossain
Subscribe for Shohortoli ? https://bit.ly/SubscribeShohortoli
Upochaya song lyrics in Bengali:
কেবলই চেয়ে থাকি, আয়নার আড়মোড়ায়;
ছায়ার কোলাহলে, আলো কি দিক হারায়?
চোখের তীর পড়ে চোখেরই আড়ালে,
নিজেকে চিনতে পারি সূর্য হারালে ।।
ছায়া সব ছুটি নেয়, ফেলে কায়ার বসত
কবে যেন কার কাছে, মোমেরা ফেলে আসে;
রাতের ধৈর্য্য শেষে, আবার পোড়ার রসদ।।
ব্যবধান ঘুচে আসে আলোতে-ছায়াতে,
আর, দিন সব জমা হয় রাতের পরতে ।
নিশাচর আমার দুয়ারে-উঠানে,
গোধূলী খেলা করে রাঙা প্রভাতে ।