Ads
Samz vai

Valo tekho tumi lyrics by samz vai || bangla lyrics || ভাল থেকো তুমি শামস ভাই ||

Song Name : Valo tekho tumi
Singer : Samz vai

আমার মত আমি আছি ভাল থেকো তুমি
তুমি ছাড়া জীবন আমার শুন্য মরুভূমি
ভুলে গেলে কেন তুমি কোন সুখের আশায়
সবি ছিল মিথ্যে তোমার আমার ভালবাসায়
ও কোথায় গেলে পাবো তোমায়
পায় না তো তোমার ঠিকানা 
তোমায় ভেবে কেদে যায় মন
কিছুতেই আর মানে না
ও জানি না কিছু বুঝি না 
আমি তোমায় ছাড়া
কেন তুমি বুঝ না হায়
আসি বলে চলে গেলে 
আমায় একা পেলে
 দিলে না দেখা আমায়
আমার মত আমি আছি ভাল থেকো তুমি
তুমি ছাড়া জীবন আমার শুন্য মরুভূমি
ভুলে গেলে কেন তুমি কোন সুখের আশায়
সবি ছিল মিথ্যে তোমার আমার ভালবাসায়
কষ্টের জীবন আমার কষ্টের জীবন
এই দুনিয়াটা হলো একটা হিপ হপের ডজন
শত আঘাতে আমি তোমায় ভুলি নায়
একবার ও কি বলেছো ভালবাসো আমায়
শুন্য  হৃদয়টাকে বরিয়ে দিলে
এই অস্তির পোলাটাকে কেনো চলে গেলে
তোমার কথা ভাবি শুধু সারাদিন ধরে
তুমি কেনো বলনি ভালবাস মরে
আমার কাছে নাই কি মায়া
যে মায়া তুমি চাও
অন্য কারো কাছে কি সে মায়া তুমি পাও
দূরে কেনো যাইতা চাও আমায় একলা কইরা
আমি কি একলা যামু তোমায় ভালবাইসা
See also  কষ্টে ভরা জীবন আমার দুঃখ ভরা মন (Koste Bora Jibon Amar Lyrics)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button