Ads
Overall

Voboghure Novoshchor (ভবঘুরে নভোশ্চর) Lyrics || Metrolife ||

Voboghure Novoshchor Song By Metrolife Band:

Voboghure Novoshchor is the 3rd original track of Metrolife’s upcoming album “Diprohor”.Voboghure Novoshchor Song lyrics By Rezwan Rafi, Mehedi Hasan Ayon.

  • Title: Voboghure Novoshchor (ভবঘুরে নভোশ্চর)
  • Band: Metrolife
  • Album: Diprohor (দ্বিপ্রহর) 
  • Lyrics: Rezwan Rafi, Mehedi Hasan Ayon
  • Tune: Mehedi Hasan Ayon 
  • Composition: Eshan Dhrubo, Zunaed Hossain Niloy, Mehedi Hasan Ayon
  • Vocal, Melodica and Kazoo: Ayon
  • Guitar & Back Vocal: Niloy
  • Guitar and Ukulele: Dhrubo
  • Bass: Maruf
  • Drums: Junaed
  • Video Direction: Eshan Dhrubo
  • Cinematographer: Uditya Kumar Sharma
  • Editing and colour correction: Eshan Dhrubo
  • Song produced, mixed and mastered by: Apogee Production

Voboghure Novoshchor (ভবঘুরে নভোশ্চর) lyrics in Bengali:

তুমি এই নগরীর অপরিচিতা চিল
নখের কারুতে অর্ধেক বাঁধো বাসা,

কার্ণিশে তুলে রাখো বেদনার নীল

বাকিটুকু জুড়ে আমাদের ভালবাসা। [২বার]

বাকিটুকু জুড়ে আমাদের জোড়া চোখ

মুখোমুখি যেন ভুবনের দুই পাখি,

আগমনে কেন লুকিয়ে রেখেছো মুখ?

অপলকভাবে চলো আজ চেয়ে থাকি।[২বার]

আকাশবন্দী সীমানায় ডানা মেলে

শুন্যে নিশানা এঁকে খুঁজে ফিরি বাসা,

কার্ণিশে তুলে রেখো বেদনার নীল,

বাকিটুকু জুড়ে মিশে থাক ভালবাসা।

তুমি এই নগরীর অপরিচিতা চিল

নখের কারুতে অর্ধেক বাঁধো বাসা,

কার্ণিশে তুলে রাখো বেদনার নীল

বাকিটুকু জুড়ে আমাদের ভালবাসা। [২বার]

চলো দুজনে খড়কুটো করি জড়ো

হৃদয়ের টানে বাঁধি ছোট্ট ঘর

বুকের গভীরে প্রেম রেখে যাব আরও

হাতে হাত রেখে, ভেবোনা আমিও পর!

ব্যস্ত শহরে নিয়নের বাতি যখন,

তোমার প্রিয় আঁধারেই ফিরে আসা,

কার্ণিশ জুড়ে আনন্দ অনাবিল

সন্ধ্যার বাসে ছুটে চলা ভালবাসা!

See also  Nodi Bhora Dheu lyrics || নদী ভরা ঢেউ || Bhaba Pagla ||

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button