ও নদী, বন্ধুয়ার খবর এনে দে || O nodi Bondhuar khobor ene de lyrics || Gaanpoka |
Table of Contents
O nodi Bondhuar khobor ene de Song By GaanPoka Band:
O nodi ,Bondhuar khobor ene de beautiful Song By Gaanpoka Band.Dekhina Tare Kotodin, jani na Kemon Ache Se Song Lyrics by Ganpoka Band.
★Song Name : O nodi ,Bondhuar khobor ene de
★Band: Ganpoka (গান পোকা )
O nodi Bondhuar khobor ene de song lyrics In Bengali :
ও নদী, বন্ধুয়ার খবর এনে দে,
দেখিনা তারে কতোদিন,
জানিনা কেমন আছে সে…(2বার)
ও নদী, বলি তোকে,
দেখে রাখিস, বন্ধুকে,
ও নদী, বলি তোকে,
দেখে রাখিস, বন্ধুকে
ও নদী, বলি তোকে,
দেখে রাখিস, বন্ধুকে,
ও নদী, বন্ধুয়ার খবর এনে দে
জানিনা কেমন আছে সে…..
মনেরো বাগিচার ফুল
মালিনী নাই তাই ঝরে
গাথা মালা বনফুল
কতো আর রাখিব ধরে
ও নদী, বলি তোকে,
দেখে রাখিস, বন্ধুকে,
ও নদী, বলি তোকে
বলে দিস বন্ধুকে…
ও নদী, বন্ধুয়াকে বলে দে
গাথা মালা লইবে কে…
মনেরো মধুর চাকে,
কত মধু বাকে বাকে…
শত মৌয়াল লইতে চায়…
মনেরো মধুর চাকে,
কত মধু বাকে বাকে…
শত মৌয়াল লইতে চায়…
ও নদী, বলি তোকে
বলে দিস বন্ধুকে…
ও নদী, বলি তোকে,
দেখে রাখিস, বন্ধুকে,
ও নদী, বন্ধুয়াকে বলে দে
মনের মধু লইবে কে…
ও নদী, বন্ধুয়ার খবর এনে দে,
জানিনা কেমন আছে সে….
ও নদী, বন্ধুয়াকে বলে দে
গাথা মালা লইবে কে…
O nodi Bondhuar khobor ene de Video song :