Minar
তুমি চাইলে বৃষ্টি মেঘও ছিল রাজি lyrics
Sada - tahsan ft minar || Bangla lyrics|| Sada kalo - সাদা কালো ||
প্রিয় পাঠক আপনি যদি অনুসন্ধান করে থাকেন তুমি চাইলে বৃষ্টি মেঘও ছিল রাজি lyrics পাওয়ার জন্য তবে সঠিক জায়গায় এসেছেন। চলুন তবে দেখে নেওয়া যাক। Sada (সাদা) -tahsan feat minar ।
তুমি চাইলে বৃষ্টি মেঘও ছিল রাজি lyrics
তুমি চাইলে বৃষ্টি, মেঘও ছিল রাজী
অপেক্ষা সুদূর বর্ষনের,
মাতাল হাওয়া বইছে, দূরে পাখি গাইছে গান
বৃষ্টি তোমার আহবান..
সাদা রঙের স্বপ্ন গুলো দিল নাকো ছুটি
তাইতো আমি বসে একা,
ঘাসফুলেদের সাথে আমি একাই কথা বলি
ঘাসফুল গুলো সব ছন্নছাড়া..
তুমি চাইলে জোছনা, স্বপ্নীল কোনো এক রাতে
আকাশটা ঘিরে প্রার্থনা,
চাঁদটা বলবে হেসে, জোছনা এলে শেষে
জানিও তোমার অভ্যর্থনা..
সাদা রঙের স্বপ্ন গুলো দিল নাকো ছুটি
তাইতো আমি বসে একা,
ঘাসফুলেদের সাথে আমি একাই কথা বলি
ঘাসফুল গুলো সব ছন্নছাড়া..