না বলা গল্পেরা (Na Bola Golpera) lyrics- Rupam Islam |
Na Bola Golpera song lyrics by Rupam Islam:
• Song: #SushantSinghRajput— An Untold Story (না বলা গল্পেরা)
• • Lyrics, Music, Vocals: Rupam Islam
• All Instruments Played and Arranged by: John Paul
• • Mixing, Mastering, and Backing Vocals: Prasenjit ‘Pom’ Chakrabutty
• Video Editing: Antaroop Chakraborty
• • Footage Courtesy: Rupsha Dasgupta; Maharnab Basu
• Subtitles: Amartya Bhattacharyya
Na Bola Golpera song lyrics In Bengali:
আজও না বলা গল্পেরা
আর দৃঢ় সংকল্পেরা
বাড়ি ফেরবার পথে থামে
কোনও অজানা বাঁকে
কোনও ছোট সিগারেট ব্রেকে
বা কোনও সিলি মিসটেকে
কোনও স্মৃতি তাকে ডেকে নেয়
তার হাতে— হাত রাখে
কোনও শুটিং-এর অবকাশে
বা কোনও রিলিজের উল্লাসে
কত শত ক্যামেরার ফ্ল্যাশে
চোখ ধাঁধায়
কত অটোগ্রাফের খাতা
কত বাঁধভাঙা জনতা
তবু আজও সে বন্দী একা তার
মিথ্যে রূপকথায়
কোনও বিলাসী গাড়ির কাঁচে
আজও তার মুখ রাখা আছে
তার কান্না কি ঢাকা আছে
কোনও দামি কালো চশমায়
পাঁজরে অপমানের ক্ষয়
বেজোড় ভালবাসার ভয়
গাঢ় হয়ে আসে দুঃসময়
চোখ চেয়ে থাকে ঠায়
দম চেপে ধরে কান্না তার
নাগপাশে ঝোলে অন্ধকার
হয়তো এভাবে ছুটি পাওয়ার
ছক কষে অভিনয়
কাটাছেড়া চলে মন নিয়ে
যৌবন ও জীবন নিয়ে
ফাঁসের দাগ-ধরন নিয়ে
এভাবেও কি যেতে হয়!
দম চেপে ধরে কান্না তার
নাগপাশে ঝোলে অন্ধকার
হয়তো এভাবে ছুটি পাওয়ার
ছক কষে অভিনয়
কাটাছেড়া চলে মন নিয়ে
যৌবন ও জীবন নিয়ে
ফাঁসের দাগ-ধরন নিয়ে
হ্যাঁ। এভাবেই যেতে হয়!