Ads
Overall

যাত্রা (Jatra) || মিনারভা (Minerva) || বিদায় সংবিধান (Biday Shongbidhan) || bangla lyrics ||

Jaatra Song By Minerva Band From Biday Shongbidhan Album:

  • Title: Jatra
  • Band: Minerva
  • Album: Biday Shongbidhan
  • Jaatra Song Lyrics In Bengali:

    পৃথিবীর শেষ সীমান্তে
    অজানা কোন মায়ায়
    জাগ্রত অনুভূতির দেয়ালে
    মিশে থাকি আমরা
    সংগ্রামের সবকটা দিনের শেষে
    অদেখা কোন ছায়ায়
    নিভৃত আমাদের অন্তহীন
    ধূসর এ যাত্রা
    পৃথিবীর শেষ সীমান্তে
    অজানা কোন মায়ায়
    জাগ্রত অনুভূতির দেয়ালে
    মিশে থাকি আমরা
    সংগ্রামের সবকটা দিনের শেষে
    অদেখা কোন ছায়ায়
    নিভৃত আমাদের অন্তহীন
    ধূসর এ যাত্রা..
    আমাদের এগিয়ে যাওয়া…
    কথা কবে শেষ হবে
    আবার এসে ফিরে যাবে..
    তবু কেন হাহাকার
    তবু কেন এ চিৎকার
    ফিরে দেখি নিরবতায় অহংকার
    শিহরিত অদেখা কোন শহর
    ভেঙে পড়া সমাধি
    বিসৃত এ নির্বাসন এখানে
    তবু কেন পরাধীন
    বিবেকের নিশ্বাস হারানোর উচ্ছাসে
    ছায়াপথে পৃথিবী
    তবুও আমাদের অন্তহীন
    ধূসর এ যাত্রা..
    কথা কবে শেষ হবে
    আবার এসে ফিরে যাবে..
    তবু কেন হাহাকার
    তবু কেন এ চিৎকার
    ফিরে দেখি নিরবতায় অহংকার..
    কথা কবে শেষ হবে
    নিহত স্বপ্ন
    আবার এসে ফিরে যাবে নিহত স্বপ্ন.
    পৃথিবীর শেষ সীমান্তে
    অজানা কোন মায়ায়
    জাগ্রত অনুভূতির দেয়ালে
    মিশে থাকি আমরা
    কথা কবে শেষ হবে
    নিহত স্বপ্ন
    আবার এসে ফিরে যাবে নিহত স্বপ্ন
    কথা কবে শেষ হবে নিহত স্বপ্ন
    আবার এসে ফিরে যাবে নিহত স্বপ্ন
    কত প্রশ্ন।

    See also  Amar Haath Bandhibi ( আমার হাত বান্ধিবি ) lyrics||Sahana Bajpaie||folk Song||

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    Back to top button