Ads
Bangla_Song

Buker Ba Pashe Tui (বুকের বা পাশে তুই) lyrics || F A Sumon & Shilpi Biswas ||

Buker Ba Pashe Tui Song By F A Sumon & Shilpi Biswas:

Buker Ba Pashe Tui“ (বুকের বা পাশে তুই) F A Sumon & Shilpi Biswas’s song,  performed by Ashad & S K Trishna, Lyric by Shohag Waziullah, Tune & Music by F A Sumon. This Bengali video song Directed by Antor Hasan.

  • Song : Buker Ba Pashe Tui (বুকের বা পাশে তুই)
  • Singer : F A Sumon & Shilpi Biswas
  • Lyric : Shohag Waziullah
  • Tune & Music : F A Sumon
  • Cast : Ashad & S K Trishna
  • Edit, Color, Drone & Directed by : Antor Hasan
  • Cinematographer : Joy Abraham
  • Production : S 2 Pixel
  • Language : Bangla
  • Label : G Series 

Buker Ba Pashe Tui Lyrics In Bengali:

বুকের বা পাশে তুই ছাড়া কিছু নাই

See also  Dur Kono Gaye ( দূর কোনো গাঁয়ে ) lyrics | Konal |

সুধু তোর মুখ হাসে চোখের আয়নায়, 

ও…বুকেরি বাশে তুই ছাঁড়া কিছু নাই

সুধু তোর মুখ হাসে চোখের আয়নায়।

ভালবাসি বলে রে ভালবাসি বলে

পারবোনা মেনে নিতে তুই কারো হলে

বিধাতাকে এ-কথাটা বলে দেবো,

আমি বুজি তোর বিরহে মরে যাবো

আমি বুজি তোর বিরহে মরে যাবো।

বুকের বা পাশে তুই ছাড়া কিছু নাই

সুধু তোর মুখ হাসে চোখের আয়নায়।

ও…তোর ছায়া দেখল আমার

আপন মনে হয়

খনে খনে এই পরান টা তোর কথা কয়

তোর ছায় দেখল আর আমার

আপন মনে হয়

খনে খনে এই পরান টা তোরি কথা কয়।

এই পরান যানে, তোরই মানে

তোকে ছাড়া আমি যেন

এক দুঃখি পাখি

বিধাতাকে এ কথাটি বলে দেবো

আমি বুজি তোর বিরহে মরে যাবো,

আমি বুজি তোর বিরহে মরে যাবো।

ও…বুকোরি পাজরে তুই ছাড়া কিছু নাই

সুধু তোর মুখ হাসে চোখের আয়নায়।

বেইমানি করিসনারে ছেরে দিয়ে হাত

এর চেয়ে ভালো মারিস, হৃদয়ে আঘাত

See also  Bachelor Party Song Lyrics|ব্যাচেলার পার্টি সং|from Bachelor Point session 2| Ahmed Souren | Banglalyrics580|

বেইমানি করিসনারে ছেরে দিয়ে হাত

এর চেয়ে বেশি মারিস, হৃদয়ে আঘাত

এই হৃদয়ে যদি ভাঙিস রে তুই

তবুও তোর প্রেমে আবার ভোলাবো ব্যাথা

বিধাতাকে এ-কথাটা বলে দেবো

আমি বুজি তোর বিরহে মরে যাবো

আমি বুজি তোর বিরহে মরে যাবো।

বুকের বা পাশে তুই ছাড়া কিছু নাই

সুধু তোর মুখ হাসে চোখের আয়নায়,

আমি বুজি তোর বিরহে মরে যাবো

আমি বুজি তোর বিরহে মরে যাবো।

Buker Ba Pashe Tui | বুকের বা পাশে তুই | Bangla Song | F A Sumon | Shilpi Biswas | New Music Video 2021 | Bangla New Song 2021

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button