Ahoban ( আহবান ) lyrics || Shohortoli Band ||
Table of Contents
Ahoban song by Shohortoli Band:
- শিরোনামঃ আহ্বান
- কথাঃ তপন মাহমুদ
- সুরঃ মিশু খান
- কবিতাঃ শপথ
- কবিঃ সলিল চৌধুরী
- ব্যান্ডঃ শহরতলী
- অ্যালবামঃ অপর পৃষ্ঠায় দ্রষ্টব্য
Ahoban song Lyrics in Bengali:
অন্তরালে আবছায়ায় আঁকো,
ন্বপ্নজালে অবচেতনে জাগো।
“অথবা”, “হয়তো”, “যদির” বিভ্রমে;
কলমের মায়ায় মাতো।
রেখে থাকো কোনোদিন কোনো ঠুনকো বোধ,
ডুকরে মরে একলা ক্রোধ।
সস্তা ক্ষোভের জানালায়, গা এলিয়ে অবহেলায়,
ঝুলে থাকে আজন্ম শোধ…
এখনো ফিরে আসো, পারলে জেনে নাও,
শ্লোগানের ভাষায় নিজেকে চিনে নাও।
চর্মচোখে নয়, মনেরই চোখে দেখো,
তোমারি মতো কেউ আলোড়িত আভায়।
লালসার প্রান্তের শেষ সীমায় বেঁধে বাসা,
পাথুরে অনুভূতির দু-নৌকায় পা রাখা।
ভ্রান্ত জমিদারি একাই আগলে রাখো,
জলসা ঘরের নষ্ট আত্মায় মাতো…
এখনো জেগে উঠো, পারলে শুনে নাও, অসীম জনতার গান।
দেখে নাও, শিখে নাও, ওদেরই ভাষায় লেখা আহবান।
তাদেরই ভীড়ে অচেনায়, মিশে যাও মিছিলের মেলায়।
মিছিলে মিলেছি কেননা বুকের
কলজের সাথে হাড় পাঁজরেরা
মিছিলে গিয়েছে কবে একদিন
জীবনের সন্ধানে
কেননা আমরা ফিরে পেতে চাই
আমাদের যতো হৃত যৌবন
স্বপ্নকে নিয়ে চোলাই যন্ত্রে মদ্যের বিলাসীতা
কেননা দেশের যতো ঘরবাড়ি মাঠ ঘাট পথ
ফিরে পেতে চায় তাদের জম্নদাতা
কালপুরুষের হাত থেকে তাই জিজ্ঞাসা ছিঁড়ে এনে
প্রত্যেক মুখে জবাব লিখেছি ঘোষনার অক্ষরে
এদেশ আমার
আমাদের মাটি
এদেশে যেখানে যতোকিছু খাঁটি
এদেশের কলকারখানা আর
আমাদেরই ভরা সোনার খামার
আমাদের ভাই আমাদের বোন
আমরাই যারা খাটি
আমাদেরই বুকে গড়েছি এবার
শেষ যুদ্ধের ঘাঁটি
তাই
গ্রাম নগর মাঠ পাথার বন্দরে তৈরী হও
কার ঘরে জ্বলেনি দীপ চির আঁধার তৈরী হও
কার বাছার জোটেনি দুধ শুকনো মুখ তৈরী হও
ঘরে ঘরে ডাক পাঠাও জোটবাঁধো তৈরী হও
মাঠে কিষান কলে মজুর নওজোয়ান জোট বাঁধো
এই মিছিল সবহারার সবপাওয়ার এই মিছিল
প্রতিভা আর যশোদা মার রক্তবীজ এই মিছিল
স্বামীহারা অনাথিনীর চোখের জল এই মিছিল
শিশুহারা মাতাপিতার অভিশাপের এই মিছিল
এই মিছিল সবহারার সবপাওয়ার এই মিছিল
এই মিছিল, এই মিছিল
হও সামিল…