Ads
Shohortoli Band

Akash Prithibi -(আকাশ পৃথিবী) lyrics || Shohortoli Band ||

Akash Prithibi -(আকাশ পৃথিবী) Song By Shohortoli Band:

  • শিরোনামঃ আকাশ-পৃথিবী
  • গীতিকবিতাঃ আদর
  • সুরঃ মিশু
  • ব্যান্ডঃ শহরতলী
  • অ্যালবামঃ বরাবর শহরতলী

Akash Prithibi -(আকাশ পৃথিবী) Song Lyrics in Bengali:

হৃদয়ের শাদা রঙটুকু সব

হয়েছে কেবলই নোনা।

না-পাওয়ার চাপা আর্তনাদে,

অবেলায় ঝড়া পাতা।

আকাশ-পৃথিবী আর ঘড়ির কাঁটা,

অসম এই বোঝাপড়া।

ভালোলাগার নয়নতারাগুলো মাঝে,

দিলোনা আমায় কোনো ভালোবাসা।

সূর্যের স্পর্শে অভিমান জানি

হবেনা কখনো ছোঁয়া

অবুঝ-বোবা হয়ে ক্লান্তি ফিরে

নি:শ্বাসে বাড়ায় নীরবতা।

See also  Droher Dore Deho ( দ্রোহের দরে দেহ ) lyrics || Shohortoli Band ||

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button