The Tree Band
Akkhep Noy Upohash ( আক্ষেপ নয় উপহাস ) | Lyrics By The Tree |
Song – Akkhep noy Upohash
Band – The Tree
Lyric, composition, music arrangement – Zahed
Recorded at – Studio Big Bang
Song mix – Zahed / Dewan Anamul Hasan Raju
Mastering – Dewan Anamul Hasan Raju
Album Artwork – Shafat / Sabbir bhai
Photographer – Tamjidul Alam (FnF Photography)
Akkhep Noy Upohash ( আক্ষেপ নয় উপহাস ) Lyrics In Bengali :
তোমার নতুনত্ব আর আধুনিকতায়
অথবা তোমার মুর্খতায়
বিস্ময় আমার গলা চেপে ধরে
বিস্ময় আহা
বাকরুদ্ধ আমি
আমার ক্রোধ
বাতাসকে স্বাক্ষী রেখে
বিলিয়ে দেই
অভিশাপ নয় আশির্বাদ তোমার জন্য
যেন চোখ মেলে নিজেকে দেখতে পারো
তোমার আয়নায়
তোমার চোখে যেন বৃষ্টি না হয়
অস্তিত্বের উপহাস যেন গ্রাস না করে
তুমি যেন মন থেকেই হাসতে পারো
অতীত যখন মুছে যায়
তখন সাদা পৃষ্ঠা গুলোতে
নিজেকেই খুঁজে পাবেনা
পাবেনা তোমার শুরু
অভিশাপ নয় আশির্বাদ তোমার জন্য
যেন চোখ মেলে নিজেকে দেখতে পারো
তোমার আয়নায়
তোমার চোখে যেন বৃষ্টি না হয়
অস্তিত্বের উপহাস যেন গ্রাস না করে
তুমি যেন মন থেকেই হাসতে পারো
হয়ত বোঝার ভুল ছিল
ছিল বিশ্বাসের শেকলে বাঁধা আমার মগজ
ক্ষমা যদি চাও তবে আরেকবার জন্ম নিও
আরেকবার যেন তোমায় চিনতে না পারি