Overall

Amar ontor lyrics – Adhar Band

Amar ontor Song By adhar band:

Song- Amar ontor

Album- Adharer Opshori

Band- Adhar

Amar ontor song lyrics in Bengali:

আমার এ অন্তর চায়, শুধু যে তোমায়

দেখাবো কেমনে, বলনা তোমায়?

আমার এ অন্তর চায়, শুধু যে তোমায়

দেখাবো কেমনে, বলনা তোমায়?

প্রথম যখন, দেখেছি আমি তোমায়

প্রতি রাতে ভাবি, শুধু যে তোমায়।

স্বপ্ন দেখি, আমি তোমাকে নিয়ে

তুমি হবে শুধু আমারই।

আমি শুধু ভালবাসি, তোমার ঐ

মুখের হাসির চাঁদ।

আমি শুধু ভালবাসি, তোমার ঐ

মুখের হাসির চাঁদ।

আমার এ অন্তর চায়, শুধু যে তোমায়

দেখাবো কেমনে, বলনা তোমায়?

আমার এ অন্তর চায়, শুধু যে তোমায়

দেখাবো কেমনে, বলনা তোমায়?

আমি শুধু ভালবাসি, তোমার ঐ

মুখের হাসির চাঁদ।

আমি শুধু ভালবাসি, তোমার ঐ

মুখের হাসির চাঁদ।

আমার এ অন্তর চায়, শুধু যে তোমায়

দেখাবো কেমনে, বলনা তোমায়?

See also  Ondho Hoye Jaao (অন্ধ হয়ে যাও) lyrics || Ishan Mitra ||

আমার এ অন্তর চায়, শুধু যে তোমায়

দেখাবো কেমনে, বলনা তোমায়?

Leave a Reply

Your email address will not be published.

Back to top button