Apur Payer Chhaap ( অপুর পায়ের ছাপ ) Lyrics by Arijit Singh || Apur Panchali ||
Table of Contents
Apur Payer Chhaap Lyrics by Arijit Singh :
Apur Payer Chhaap Song Is Sung by Arijit Singh from Apur Panchali Bengali Movie. Starring: Parambrata Chatterjee, Ardhendu Banerjee, Parno Mittra, Gaurav Chakraborty And Ritwick Chakraborty. Music Composed by Indraadip Dasgupta. Apur Payer Chhap Lyrics In Bengali written by Kaushik Ganguly.
Song : Apur Paayer Chhaap
Apur Payer Chhaap Song Lyrics In Bengali :
শাপলা ফুলের পোকা
ভেজা শালিকের ডানা,
ঘাসজমি থমথমে, ধূসর সামিয়ানা।
পাশ দিয়ে পথ গেছে দূরের থেকেও দূরে,
পাশ দিয়ে পথ গেছে দূরের থেকেও দূরে
অপুর পায়ের ছাপ ডুবছে বাঁশির সুরে।।
এখনও আলগা মনে কাশফুল সারি সারি
বাস্তুসাপের মত সময়ের রেলগাড়ি,
এখনও আলগা মনে কাশফুল সারি সারি
বাস্তুসাপের মত সময়ের রেলগাড়ি,
এখনও ছাদের ঘরে আলতা পায়ের ছাপে
চিত্রনাট্য যেন সাজানো সিঁড়ির ধাপে,
এখনও ছাদের ঘরে আলতা পায়ের ছাপে
চিত্রনাট্য যেন সাজানো সিঁড়ির ধাপে।
নাছোড়বান্দা স্মৃতি সাদা আর কালো জুড়ে
নাছোড়বান্দা স্মৃতি সাদা আর কালো জুড়ে,
অপুর পায়ের ছাপ ডুবছে বাঁশির সুরে।
অপুর পায়ের ছাপ লিরিক্স – অরিজিৎ সিং :
Shapla fuler poka veja saliker dana
Ghash jome thom thome dushar samiana
Pash diye poth geche durer thekeo dure
Apur payer chhaap dubche bashir shure
Ekhono alga mone kashful sari sari
Bashtushaper moto somoyer rail gari
Ekhono chader ghore alta payer chaape
Chitronatto jeno sajano sirir dhaape
Nachorbandda Smiriti Sada ar kalo jure
Apur payer chhaap dubche banshir sure