Recall
Ashokto -আসক্ত ||Oporajito||Lyrics By Recall Band||Bangla Lyrics||
Ashokto Song By Recall Band:
Song Name : Ashokto
Band : Recall
Lyrics : Meraz Mohsin
Album : Oporajito
ASHOKTO BY RECALL LYRICS :
একটু একটু করে নাও আমার চিন্তা,
একটু একটু করে মেশো আমার শিরায়।
আমায় ডুবিয়ে যাও তোমার মায়াজালে,
কেউ যেন না দেখে !
আমি শিহরনে বুঝে নেবো তোমায়,
চেনা অনুভূতি গুলো হবে এবার অচেনা।
কত দূরের এই পথ পাড়ি দিলে তোমার সীমা?
আমার অঙ্গীকার গুলো
তোমার কাছে হেরে যায়,
ওপারে আকাশ আলোকিত,
মেঘের আড়ালে আমাকে রেখে যায়।
সেখানে কারো স্বপ্নে বিভোর,
নীরব আমার
এই প্রার্থনা আমার পাওয়ার।
আমায় ডুবিয়ে যাও,
তোমার আসক্তিতে।